Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?

ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে অ্যাকাউন্ট পিছু ৫০০০ টাকার পরিবর্তে ২০,০০০টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহক। তবে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গ্রাহককে (KYC) আপডেট করতে হবে।

Continues below advertisement

নয়াদিল্লি: বদলে যাচ্ছে টাকা তোলার নিয়ম। নতুন নিয়মে পোস্ট অফিস থেকে আরও বেশি টাকা তুলতে পারবেন গ্রাহক। পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবা শাখা থেকেই তোলা যাবে এই টাকা।

Continues below advertisement

ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে অ্যাকাউন্ট পিছু ৫০০০ টাকার পরিবর্তে ২০,০০০টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহক। তবে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গ্রাহককে 'নো ইওর কাস্টমার' (KYC) আপডেট করতে হবে। তবেই অতিরিক্ত টাকা তোলার সুযোগ পাবেন তিনি।

একবার দেখে নেওয়া যাক নতুন কী কী নিয়ম আনল ইন্ডিয়া পোস্ট ?

এবার থেকে নগদ জমা দেওয়া অর্থ ৫০,০০০ টাকার বেশি হলে তা গ্রহণের ক্ষেত্রে অনুমতি দিতে পারবেন না পোস্ট অফিস জিডিএস(গ্রামীণ ডাক সেবা) কেন্দ্রের পোস্টমাস্টার। কেবল টাকা তোলার ফর্ম (উইথড্রল) বা চেকের মাধ্যমেই কোনও ক্যালেন্ডার ডে-তে এই লেনদেন করা যাবে।

কোনও একটি অ্যাকাউন্টে কোনও ক্যালেন্ডার ডে-তে লেনদেন ৫০,০০০টাকার বেশি হলে তা সার্ভিস আউটলেটের ক্ষেত্রে স্বীকৃত বলে গণ্য হবে না।

সাধারণভাবে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে ৫০০টা লাগে। কোনও কারণে গ্রাহক পোস্ট অফিসের ন্যূনতম শর্ত পালনে ব্যর্থ হলে ১০০টাকা নাও ফেরত দিতে পারে পোস্ট অফিস কর্তৃপক্ষ।

সব পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক চেক 'অ্যাট পার চেক' হিসাবে গণ্য করা হবে।  কোর ব্যাঙ্কিং এনাবেল্ড(CBS) পোস্ট অফিসের শাখায় যা সেটলমেন্টের জন্য পাঠানো হবে না।

সম্প্রতি নিজেদের সাফল্যের বিষয়ে ট্যুইট করেছে 'ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক'। তারা জানিয়েছে, 'আধার এনাবল পেমেন্ট সিস্টেম'-এর মাধ্যমে ইতিমধ্যেই ১৫,০০০ কোটি টাকার লেনদেন করেছে পোস্ট অফিস। পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকদের ওপর ভরসা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছে তারা। বর্তমানে 'আধার এনাবল পেমেন্ট সিস্টেম'-এর মাধ্যমে ঘরে বসেই ডিজিটাল লেনদেন করতে পারছেন পোস্ট অফিসের গ্রাহকরা। পোস্টম্যান বা গ্রামীণ ডাক সেবকদের মাধ্যমে সফল হয়েছে এই পরিষেবা।   

বর্তমানে পোস্ট অফিসের ভোল বদলাতে উঠেপড়ে লেগেছে ইন্ডিয়া পোস্ট। ঘরে বসেই আধার কার্ডের মোবাইল নম্বর বদলানোর সুবিধা দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। পোস্টম্যানের মাধ্যমেই আধার কার্ডের মোবাইল নম্বর বদলাতে পারছেন গ্রাহক। এবার জনস্বার্থে আরও এক পরিষেবা শুরু করেছে ইন্ডিয়া পোস্ট। পোস্ট অফিসের 'কমন সার্ভিস সেন্টার' থেকেই এখন পাবেন পাসপোর্ট করার সুবিধা।এই বিষয়ে ট্যুইট করেছে ইন্ডিয়া পোস্ট। যেখানে বলা হয়েছে, ''স্থানীয় পোস্ট অফিসের সিএসসি কাউন্টার থেকেই পাসপোর্টের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করুন। এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের সেন্টারগুলিতে যান।'' 

Continues below advertisement
Sponsored Links by Taboola