করুণাময় সিংহ, মালদা: শেয়ালের ভয়ে রাতে বাড়ি থেকে বার হতে পারছেন না মালদার চাঁচলের লাহাড়িরদার গ্রামের মানুষ। গ্রামের অন্তত ৩০ জনকে নাকি গত ৪-৫ দিনে শেয়ালে কামড়েছে। উপায় না দেখে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

লাহাড়িরদার গ্রামে শেয়ালের আনাগোনা বরাবরই। কিন্তু এবার সমস্যা সত্যিই ঘোরালো হয়েছে। গ্রামের পাশেই মহানন্দা নদী। বৃষ্টিতে নদীর জল ঢুকে বুজিয়ে দিয়েছে মাঠঘাটের গর্ত, খানাখন্দ। এই সব গর্তেই শেয়ালের বাস। তারা এবার ঢুকে পড়েছে গ্রামে। দিনের বেলা তবু কাটছে, সন্ধে নামলেই রাস্তাঘাটে শুরু হচ্ছে শেয়ালের উৎপাত। গ্রামের রাস্তায় আলো নেই, ফলে অজান্তেই বেশিরভাগ সময় শেয়ালের শিকার হচ্ছেন মানুষ। পোষা হাঁস মুরগিও তুলে নিয়ে যাচ্ছে শেয়ালে, কামড়াচ্ছে গরু ছাগলকেও।

বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন স্থানীয় মানুষ। বিডিও সমীরণ ভট্টাচার্য বলেছেন, বন দফতরকে এ ব্যাপারে জানানো হয়েছে। দেখা হচ্ছে, দ্রুত যাতে সমস্যার সমাধান হয়। যদিও গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে জানানোর পরেও সমস্যার সুরাহা হয়নি।