ফরাসি দূতাবাসের বিবৃতিতে প্রকাশ, ভারতকে মেডিকেল যন্ত্রাংশ, টেকনিক্যাল জ্ঞান সরবরাহের কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ। মেডিকেল সহায়তা প্যাকেজের অঙ্গ হিসাবে ফ্রান্স ভারতকে ৫০টি ওসিরিস-৩ ভেন্টিলেটর ও বাইপেপ মোড সহ ৭০টি ইউওয়েল ৮৩০ ভেন্টিলেটর ডোনেট করছে।
ওসিরিস ভেন্টিলেটর বিশেষ করে কাজে লাগে জরুরি ভিত্তিতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীকে সরানো, রোগমুক্তির জন্য। সেগুলির নানা ধরনের নন-ইনভেসিভ ভেন্টিলেশন সহ নানা ধরনের মোড থাকে। আর ইউওয়েল ৮৩০ ভেন্টিলেটর দিয়ে বাইরে থেকেই রোগীর ফুসফুসে অক্সিজেন পাঠানো যায়। এই উচ্চক্ষমতাসম্পন্ন ভেন্টিলেটরে ভারতের হাসপাতালের চাহিদা পূরণ হবে বলে দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি ফ্রান্স ৫০ হাজার উচ্চ মানের সেরোলজিকাল টেস্ট কিট ও ৫০০০০ নাসিকা ও লালারস নেওয়ার যন্ত্র, সেসব পাঠানোর যানও পাঠিয়েছে।