নয়াদিল্লি; ভারতের জন্য ফ্রান্স থেকে এল নোভেল করোনাভাইরাস মোকাবিলার মেডিকেল সামগ্রী, যেমন ভেন্টিলেটর, টেস্টিং কিট ও এই ধরনের জিনিসপত্র। ফরাসি বায়ুসেনার বিমানে এই সামগ্রী উড়িয়ে আনা হয় পালাম এয়ার ফোর্স স্টেশনে। সেখানে তা ভারতীয় রেড ক্রস সোসাইটির হাতে তুলে দেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেইন। মেডিকেল সামগ্রী হাতবদলের ছবি পোস্ট করে ফরাসি রাষ্ট্রদূত ট্যুইট করেন, ফ্রান্স থেকে আসা কোভিড-১৯মেডিকেল যন্ত্রপাতি ইন্ডিয়ান রেড ক্রসের সেক্রেটারি জেনারেল আর কে জৈনের হাতে তুলে দিতে পারে খুশি হলাম। তিনি আরও লিখেছেন, ফ্রান্স এর আগেও ভারতকে ২০০ মিলিয়ন ইউরো আর্থিক অনুদান মঞ্জুর করেছে ফরাসি ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে। ফরাসি কোম্পানিগুলিও ভারতের ত্রাণের উদ্যোগে অবদান রেখেছে।


ফরাসি দূতাবাসের বিবৃতিতে প্রকাশ, ভারতকে মেডিকেল যন্ত্রাংশ, টেকনিক্যাল জ্ঞান সরবরাহের কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ। মেডিকেল সহায়তা প্যাকেজের অঙ্গ হিসাবে ফ্রান্স ভারতকে ৫০টি ওসিরিস-৩ ভেন্টিলেটর ও বাইপেপ মোড সহ ৭০টি ইউওয়েল ৮৩০ ভেন্টিলেটর ডোনেট করছে।
ওসিরিস ভেন্টিলেটর বিশেষ করে কাজে লাগে জরুরি ভিত্তিতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীকে সরানো, রোগমুক্তির জন্য। সেগুলির নানা ধরনের নন-ইনভেসিভ ভেন্টিলেশন সহ নানা ধরনের মোড থাকে। আর ইউওয়েল ৮৩০ ভেন্টিলেটর দিয়ে বাইরে থেকেই রোগীর ফুসফুসে অক্সিজেন পাঠানো যায়। এই উচ্চক্ষমতাসম্পন্ন ভেন্টিলেটরে ভারতের হাসপাতালের চাহিদা পূরণ হবে বলে দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি ফ্রান্স ৫০ হাজার উচ্চ মানের সেরোলজিকাল টেস্ট কিট ও ৫০০০০ নাসিকা ও লালারস নেওয়ার যন্ত্র, সেসব পাঠানোর যানও পাঠিয়েছে।