নায়াদিল্লি: নামজাদা সংস্থা চাকরির টোপ দিয়ে প্রতারণার ছক। শাহদারার সাইবার পুলিশ স্টেশন এই জাল চাকরির চক্রের হদিশ পায়। অভিযোগ, 'জব হ্যায়' নামে একটি জাল অ্যাপ ব্যবহার করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছিল।
প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক: পুলিশ সূত্রে খবর, 'ট্রেজার ফাইন্ড সলিউশন' নামে এই চক্র চলত। ভুয়ো চাকরির অ্যাপ এবং মিথ্যে প্রতিশ্রুতির দিয়ে হাজার হাজার টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ। ভোলানাথ নগরের ১৯ বছর বয়সী এক যুবক 'জব হ্যায়' নামে ওই অ্যাপের বিজ্ঞাপন ইউটিউবে দেখে সেই ফাঁদে পা দেয়। সেখান থেকেই প্রকাশ্যে আসে এই জালিয়াতি। সংশ্লিষ্ট সংস্থায় কোষাধ্যক্ষ পদে আবেদন করেন তিনি। এরপর HR পরিচয় দিয়ে কমল নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। নির্মাণ বিহারে তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডেকেও পাঠানো হয়। এরপর দশদিন ওই যুবকের থেকে রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন এবং প্রসেসিং চার্জ বাবদ ৯ হাজার হাতিয়ে নেওয়া হয়। তিনি আরও টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ব্লক করে দেয় জালিয়াতরা। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে সাইবার পুলিশ FIR দায়ের করেছে। SHO ইন্সপেক্টর বিজয় কুমার এবং ACP গুরদেব সিংহের অধীনে তদন্ত শুরু করে।
মোবাইল ফরেন্সিক এবং প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে মূল অভিযুক্তের হদিশ পায় পুলিশ। ৩০ বছর বয়সী মূল অভিযুক্ত রাহুল বাহাদুরগড়ের বাসিন্দা। নির্মাণ বিহার এলাকায় অফিস ভাড়া নিয়ে ভুয়ো কর্মসংস্থান এজেন্সি চালাত সে ও তার স্ত্রী সীমা। রাহুলকে গ্রেফতার করা হলেও, সীমা এখনও পলাতক। নয়ডা এবং দিল্লিতে অভিযান চালিয়ে বন্ধ অফিস থেকে একশোটিরও বেশি বায়োডাটা, আধার কার্ড, চাকরির চুক্তির জাল কাগজপত্র এবং একটি কোম্পানির স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০১১ সাল থেকে এই ধরনের প্রতারণা করছে রাহুল। চাকরির টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বর ব্যবহার করে। এই আবহে পুলিশের আবেদন, কাউকে টাকা দেওয়ার আগে সব ধরনে শর্ত পড়ে নিন।
দিল্লি পুলিশ বিবৃতিতে উল্লেখ করেছে, শাহদারা দিল্লি পুলিশ সবাইকে অনলাইন চাকরির জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যে কোনও চাকরির প্রস্তাব পেলে অবশ্যই তার সত্যতা যাচাই করে নিন। যাচাই না করা লিঙ্ক বা QR কোড ব্যবহার করে টাকা পাঠাবেন না। সন্দেহজনক কার্যকলাপের ক্ষেত্রে, সাইবার পুলিশ হেল্পলাইনে (1930) যোগাযোগ করুন অথবা www.cybercrime.gov.in -এ অভিযোগ দায়ের করুন।