দুর্গ/রতলাম : গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। চলতি মাসে পাঁচ রাজ্যে ভোটের আগে, এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গ ও রতলামে ভোট প্রচারে গিয়ে এই ঘোষণা করেন। এর পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে নিশানা শানান। মানুষকে গরিকে করে রাখতে চায় কংগ্রেস, এই অভিযোগ করেন মোদি।


দুর্গের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি, দেশের ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আর ৫ বছর বাড়াবে বিজেপি সরকার। আপনাদের আশীর্বাদ এবং স্নেহ আমাকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জোগায়।" রতলামেও একই ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, "বিনামূল্যে রেশন মোদির গ্যারান্টি।"


 






গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে আগামী এক বছর ৮১ কোটির বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। এরপর আজ ভোটপ্রচারে গিয়ে আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এর ফলে গরিবরা যে টাকা বাঁচাবেন সেটা তাঁদের অন্যান্য চাহিদা মেটাতে কাজে লাগে যাবে। মোদির গ্যারান্টি মানে সেই আশ্বাস পূরণ হবে।"  


ছত্তীসগঢ়ের দুর্গের সভা থেকে বিজেপির নেতৃত্বে কীভাবে সেরাজ্য তৈরি হয়েছিল, সেকথা স্মৃতি রোমান্থন করেন প্রধানমন্ত্রী। বলেন, "এ রাজ্যের উন্নতি নিশ্চিত করবে বিজেপি।"  এরপরই সুর চড়ান কংগ্রেসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস গরিবকে প্রতারণা ছাড়া কিছু দেয়নি। গরিবদের কখনোও সম্মান করে না কংগ্রেস। গরিবের যন্ত্রণা-কষ্ট কংগ্রেস বোঝে না।"


ইস্তাহারে বিজেপির দেওয়া আশ্বাস রাজ্যের মানুষের স্বপ্ন পূরণ করবে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী বলেন, "ছত্তীসগঢ় বিজেপির পুরো দলকে অভিনন্দন জানাতে চাই। কারণ, তারা গতকাল যে ইস্তাহার প্রকাশ করেছে তাতে আপনাদের স্বপ্ন পূরণ হবে। এই ইস্তাহারে, ছত্তীসগঢ়ে আমাদের মা-বোন, যুবক ও কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিজেপির ট্র্যাক রেকর্ড এটাই যে, আমরা যেটা বলি সেটা করি।" 


এরপরই বেটিং অ্যাপের প্রসঙ্গ তুলে ছত্তীসগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে একহাত নেন।