কলকাতা: শনিবার সকালেই দুঃসংবাদ ধেয়ে এসেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে জানানো হয়েছিল, এবারের মতো হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) বিশ্বকাপ (ODI World Cup) শেষ। যে খবরটা মেনে নিতে পারছেন না হার্দিক নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মনের অবস্থা বোঝালেন বঢোদরার তারকা অলরাউন্ডার।


সোশ্যাল মিডিয়ায় হার্দিক লিখেছেন, 'বাকি বিশ্বকাপে আমি খেলতে পারব না, ব্যাপারটা হজম করাটাই কঠিন। তবে আমি দলের সঙ্গে আছি। মনের দিক থেকে, প্রত্যেক ম্যাচে প্রত্যেক বলে আমি দলের হয়ে গলা ফাটাব। এত ভালবাসা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্য়বাদ। অবিশ্বাস্য লাগছে। এই দলটা খুব স্পেশ্যাল আর আমি নিশ্চিত গোটা দেশকে গর্বিত করে তুলব। সকলকে ভালবাসা জানাই। এইচপি।'


বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তারকা অলরাউন্ডারের বদলে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।


মেগা টুর্নামেন্টের মঞ্চে বেশ ভালই ফর্মে ছিলেন হার্দিক। তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে লিটন দাসের শট বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক। মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। আর ফেরেননি। এই চোটের জেরেই বিগত তিন ম্যাচে নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যায়নি। পরিবর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর কাজ চালাচ্ছিলেন তিনি। আশা করা হচ্ছিল টুর্নামেন্টের পরের দিকে তিনি ফিরবেন। এমনকী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আশার আলো দেখিয়েছিলেন।


শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, 'হার্দিকের আপডেট অত্যন্ত ইতিবাচক। ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া ঠিকঠাকভাবেই এগোচ্ছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে না ও। হার্দিকের শারীরিক পরিস্থিতির দিকে আমরা প্রত্যেকদিনই নজর রেখেছি। আশা করছি দ্রুতই ফিরে আসবে ও। এখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয়।' তবে রোহিতসহ টিম ইন্ডিয়ার সকল সমর্থকদের আশাহতই হতে হল।


 






হার্দিকের লিগামেন্টে চোট লেগেছিল। গোটা বিশ্বকাপে আর হার্দিককে খেলতে দেখা যাবে না। তাঁর বদলে ভারতীয় দলের নির্বাচকরা কোনও অলরাউন্ডার নয়, বরং একজন বোলারকেই বেছে নিলেন। তরুণ ফাস্ট বোলার প্রসিদ্ধ বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে খেলেছিলেন। তবে বিশ্বকাপ দলে তাঁর ঠাঁই হয়নি। এবার হার্দিকের চোটের জেরে তিনি সুযোগ পেয়ে গেলেন।


আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial