নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় ২০ ভারতীয় সেনা জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাজনাথ সিংহকে চিঠি দিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। ১৫-১৬ জুনের মধ্যরাতে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ হারান ওই ভারতীয় জওয়ানরা। গালওয়ানে উত্তেজনা কমানোর প্রক্রিয়ার মধ্যেই চিনের তরফে একতরফা স্থিতাবস্থা বদলের চেষ্টা হয়েছিল। তারপরই সংঘর্ষ হয় দুই বাহিনীর। ভারতীয় বাহিনীর কয়েকটি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়, চিনের তরফে ৪৩ জন হতাহত হয়েছে। এই প্রেক্ষাপটেই ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নিহত সেনা জওয়ান, তাদের পরিবারের ওপর এটা বিরাট আঘাত। এই কঠিন সময়ে ফরাসি সশস্ত্র বাহিনীর পাশাপাশি আমিও আমার দৃঢ়, আন্তরিক, বন্ধুর সহানুভূতি জানাতে চাই ওদের। আপনাকে অনুরোধ করছি, আমার আন্তরিক সহানুভূতি, সমবেদনা জানাবেন গোটা ভারতীয় সশস্ত্র বাহিনী, তাদের স্বজনহারানো পরিবারগুলোকেও।
ভারতকে এই উপমহাদেশে ফ্রান্সের কৌশলগত সহযোগী বলে উল্লেখ করে পার্লে তাঁর দেশের গভীর সংহতিবোধের কথা ফের জানান। রাজনাথের আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে চলতি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশও করেন তিনি।
এর মধ্যেই সোমবার ফরাসি বিদেশসচিবের সঙ্গে ভিডিওতে কথা বলেছেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তাঁকে বলা হয়, ফ্রান্স ভারত-প্রশান্তমহাসাগরীয় এলাকায়, বিশেষত পশ্চিমী ভারত মহাসাগরে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
গত ২ জুন রাজনাথের সঙ্গে টেলিফোনে কথা হয় ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর। আলোচনার মাঝেই রাজনাথকে তিনি কোভিড-১৯ সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে চ্যালেঞ্জ, প্রতিকূলতার মধ্যেই ভারতকে সময়মতো রাফাল যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি পালনে ফ্রান্সের দায়বদ্ধতার উল্লেখ করেন।