কলকাতা: সোনাদানা, হীরেমুক্তো না, নেহাত বালি। সে আবার চুরি করে আনা হচ্ছে বিদেশ থেকে। ইতালির সার্ডিনিয়ার সমুদ্রসৈকত থেকে ২ কেজি বালি চুরি করে আনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ফরাসি পর্যটক। জানা গিয়েছে, ৮৯০ পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে, ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬,৬৩৩ টাকা।

ইতালির এই সার্ডিনিয়া দ্বীপের সাদা ধবধবে সমুদ্রতট অত্যন্ত সুরক্ষিত, এখান থেকে বালি চুরির চেষ্টা করলে পর্যটকদের থেকে মোটা টাকা জরিমানা আদায় করে স্থানীয় প্রশাসন। এছাড়া ১ থেকে ৬ বছর জেল হতে পারে। প্রশাসনের বক্তব্য, এভাবে বালি চুরি করলে শুধু যে প্রকৃতির ক্ষতি হচ্ছে এমন নয়, সমুদ্রতট সংরক্ষণের কাজও সঙ্কটে পড়ে, ফলে সার্ডিনিয়ার পর্যটন ক্ষতিগ্রস্ত হয়।

সার্ডিনিয়ার নয়নশোভন সমুদ্রসৈকতে প্রতি বছর সময় কাটাতে আসেন গোটা বিশ্বের পর্যটকরা। কিন্তু এখন সেই সৈকতগুলির বালি ক্ষয়ে যাচ্ছে, পাশাপাশি পর্যটকদের মধ্যে বেড়ে গিয়েছে বালি চুরি করে নিয়ে যাওয়ার প্রবণতা। এই প্রথম কেউ বালি চুরি করতে গিয়ে ধরা পড়লেন তা নয়, গত বছর এক ফরাসি দম্পতি সার্ডিনিয়ার তটের ১৪ বোতল বালি নিয়ে চম্পট দিতে গিয়ে ধরা পড়েন। সার্ডিনিয়ায় ছুটি কাটাতে এসেছিলেন তাঁরা, হঠাৎ মাথায় বালি নিয়ে দেশে ফেরার ভূত চাপে।

২০১৭ সালে সার্ডিনিয়া প্রশাসন আইন করে সমুদ্রতট থেকে বালি, নুড়িপাথর, ঝিনুক নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছে। আইন ভাঙলে দিতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। ওই ফরাসি দম্পটি বোতলে করে ৪০ কেজি বালি নিয়ে যাচ্ছিলেন, তাঁদের জেলও হয়েছে বলে খবর।

শুধু ইতালির সমুদ্রতটে নয়, হাওয়াইয়ের একটি তট থেকেও বালি নিতে গিয়ে ধরা পড়লে ১০০,০০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, ভারতীয় টাকায় এর মূল্য ৭৩,২৪,৬২০ টাকা। আর ইংল্যান্ডের তট থেকে যদি বালি তোলেন, তবে সেখানকার কোস্টাল প্রোটেকশন অ্যাক্টে জরিমানা দিতে হবে ১,০০০ পাউন্ড অর্থাৎ ৯৭,৩৪০ টাকা!