ভোরে নারকেলডাঙার বস্তিতে আগুন, ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2020 06:53 AM (IST)
এলাকার মানুষও হাত লাগান আগুন নেভানোর কাজে।
কলকাতা: আজ ভোরে আগুন লাগল নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে। হতাহতের খবর না মিললেও ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। ফাটে একটি ট্রান্সফর্মারও। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অনেকগুলি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এলাকার মানুষও হাত লাগান আগুন নেভানোর কাজে। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে আসেন।