Lalit Modi: নতুন বিপাকে ললিত মোদি। সবেমাত্র নতুন দেশের নাগরিকত্ব পেয়েছিলেন। কিন্তু সেখানকার সরকারও এবার বাতিল করতে চলেছে তাঁর পাসপোর্ট। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্র ভানুয়াটু। ৮০টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এই দ্বীপরাষ্ট্র। প্রথমে নাগরিকত্ব দিলেও এবার ললিত মোদির নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রত্যর্পণ থেকে বাঁচার জন্য ভানুয়াটু- তে নাগরিকত্ব নেওয়ার বিষয়টা মোটেই বৈধ কারণ হিসেবে বিবেচিত হবে না, এমনটাই জানানো হয়েছে ভানুয়াটু সরকারের পক্ষ থেকে।         


আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে আইপিএল- এর প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে। ভারতে ফেরা তাঁর জন্য অত্যন্তই সমস্যার। এতদিন ছিলেন লন্ডনে। কিন্তু সেখান থেকেও এবার সরেছেন তিনি। লন্ডনের ভারতীয় দূতাবাসে একটি দরখাস্ত জমা করেছিলেন ললিত মোদি। সেখানে নিজের ভারতীয় পাসপোর্ট সারেন্ডার করার কথা বলেন তিনি। ললিত মোদির এই আবেদন যে সত্য সেকথা জানিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এরপরই খবর পাওয়া যায় যে, ভানুয়াটু- তে নাগরিকত্ব পেয়েছেন ললিত মোদি। কিন্তু সেটাই এবার বাতিল হতে চলেছে।             


সম্প্রতি জানা গিয়েছে, ভানুয়াটু- র প্রধানমন্ত্রী জোথাম নাপাট তাঁদের দেশের সিটিজেন কমিশনকে নির্দেশ দিয়েছেন ললিত মোদির পাসপোর্ট বাতিল করার জন্য। ভানুয়াটু- র প্রধানমন্ত্রী এও বলেছেন যে তাঁদের দেশের পাসপোর্ট থাকা একটি বিশেষ অধিকার, কোনও ব্যক্তিগত অধিকার নয়। আর আবেদনকারীরা বৈধ কারণে নাগরিকত্বের দাবি করতে পারেন। ভানুয়াটু- র প্রধানমন্ত্রী জোথাম নাপাট আরও বলেছেন, প্রত্যর্পণ এড়ানো নাগরিকত্ব দাবি করার কোনও বৈধ কারণ নয়। আর সম্প্রতি যেসব তথ্য প্রকাশ্যে এসেছে তা স্পষ্ট করে দিয়েছে ললিত মোদির উদ্দেশ্য।             


এছাড়াও ভানুয়াটু- র প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, ললিত মোদির যাবতীয় তথ্য খতিয়ে দেখার সময়, যেখানে ইন্টারপোলের নজরদারিও ছিল, সেখানে ললিত মোদির আবেদনে কোনও অপরাধমূলক দোষ পাওয়া যায়নি। কিন্তু গত ২৪ ঘণ্টায় তিনি জানতে পেরেছেন ললিত মোদির বিরুদ্ধে ভারত সরকারের নোটিস জারি করার অনুরোধ ইন্টারপোল দু'বার প্রত্যাখ্যান করেছে সঠিক তথ্য প্রমাণের অভাবে। এই তথ্য আগে প্রকাশ্যে এলে ললিত মোদির নাগরিকত্বের আবেদন আপনাআপনিই খারিজ হয়ে যেত। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে ভারত ছেড়েছিলেন ললিত মোদি। ভারতে আইপিএল কমিশনার থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে ললিত মোদির বিরুদ্ধে।