Acer Smartphones: এসার সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একটি নয়, একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে এসার সংস্থা। এমনিতে এই কোম্পানির ল্যাপটপ অনেকেই ব্যবহার করবেন। এবার সেই সংস্থারই ফোন আসছে ইউজারদের জন্য। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এসার সংস্থার ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব ভারতে লঞ্চের পর এসার সংস্থার স্মার্টফোন কেনা যাবে অ্যামাজন থেকে। যদিও এসার সংস্থা কোন কোন ফোন লঞ্চ করবে তা এখনও জানা যায়নি। গত বছরই ঘোষণা করা হয়েছিল যে, ভারতে এসার ব্র্যান্ডেড স্মার্টফোন লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা দামের মধ্যে ফোন লঞ্চ করবে এসার সংস্থা। 


২৫ মার্চ এসার সংস্থা নতুন স্মার্টফোন লঞ্চ করবেন। একের বেশি স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন মডেল লঞ্চ হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। এসার সংস্থার আসন্ন ফোনগুলিতে আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। আর ফোনের ব্যাক প্যানেলে Acerpure ব্র্যান্ড নাম লেখা থাকবে। এই বছরের শুরুর দিকে Acerone Liquid S162E4 এবং Acerone Liquid S272E4- এই দুই স্মার্টফোনের নাম দেখা গিয়েছিল এসার পিওর ওয়েবসাইটে। এর থেকে অনুমান, এই দুই ফোনই পরের মাসে লঞ্চ হতে পারে। অর্থাৎ দুটো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।  


Acerone Liquid S162E4- এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন এবং তার উপরে কর্নিং গোরিলা গ্লাস ৫ লেয়ার থাকতে পারে। অন্যদিকে Acerone Liquid S272E4 এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। Acerone Liquid S162E4 ফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকতে পারে। এসার সংস্থার আসন্ন দুই ফোনে অ্যান্ড্রয়েড ১৪-র সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই দুই ফোনে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে। এছাড়াও Acerone Liquid S162E4 ফোনে ৫১২ জিবি পর্যন্ত এবং Acerone Liquid S272E4 ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। দু'ক্ষেত্রেই স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে। এসার সংস্থার আসন্ন দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ডুয়াল ৪জি সিম, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট। 


Acerone Liquid S162E4 মডেলে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ০.০৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। অন্যদিকে Acerone  Liquid S272E4 মডেলে ২০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। দুটো ফোনেই ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা রয়েছে।