G20 Summit Live: দিল্লিতে জি-২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণা, শান্তির বার্তা দিলেন মোদি
Delhi G20 Live Updates: জি-২০ সম্মেলন ঘিরে সাজ সাজ রব দিল্লিতে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে হাজির হয়েছেন। জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।
দিল্লিতে জি-২০ সম্মেলনের সমাপ্তি ঘটল। মোদি বললেন, 'স্বাতী অস্তু বিশ্ব', শান্তির প্রার্থনা করলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার হাতে জি-২০ সম্মেলনের পৌরহিত্য তুলে দিলেন।
একশ্রেণির মানুষের হাতেই সব সম্পদ রয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালা নিয়ে দিন কাটাচ্ছেন। সমাজ থেকে অসাম্য দূর করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, লিঙ্গ এবং জাতি বৈষম্য দূর করতে হবে, জি-২০ সম্মেলনের বৈঠকে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা।
রাজধানীতে জি২০ মহাযজ্ঞ, বিশ্বের নজরে পাওয়ার সেন্টার দিল্লি। সম্মেলনের শেষ দিনে আজ ফের এক টেবিলে মোদি-সুনক-হাসিনা। জি২০-তে ভারতের বড় সাফল্য, দিল্লি ঘোষণাপত্রে সিলমোহর বিশ্ব নেতৃত্বের। এটা যুদ্ধের সময় নয়, দিল্লি ঘোষণাপত্রে ইউক্রেন-রাশিয়া সংঘাতের উল্লেখ।
জি২০ সম্মেলনের শেষ দিনে আজ যৌথ বিবৃতিতে সই করবেন রাষ্ট্রপ্রধানরা।
ইউক্রেনে শান্তি ফেরানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দিল্লি ডেক্লারেশন নিয়ে মন্তব্য ইউরোপিয়ান ইউনিয়নের।
আজ জি-২০ সম্মেলনের শেষ দিন। সকালে রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা। এবার দিল্লি ছাড়লেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। দিল্লি থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা।
জি ২০-র মঞ্চে প্রধানমন্ত্রীর নেমপ্লেটের পর রাজঘাটে মোদির পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়ার বদলে ভারত। লেখা হল, 'প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ ভারত। 'রিপাবলিক অফ ইন্ডিয়া' নয়, 'রিপাবলিক অফ ভারতে'র প্রধানমন্ত্রীর তরফে পুষ্পার্ঘ্য।
রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রনেতাদের। পৌঁছন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।
দিল্লির রাজঘাটে পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাবেন। স্বাগত জানালেন খোদ নরেন্দ্র মোদি।
দিল্লির রাজঘাটে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তইপ আর্দোয়ান। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে হাজির। উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি।
দিল্লির রাজঘাটে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানাবেন মহাত্মা গাঁধীকে। আজই জি-২০ সম্মেলনের শেষ দিন।
আজ জি-২০ সম্মেলনের শেষ দিন। গভীর রাতে অক্ষরধাম মন্দিরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মন্দির চত্বর।
দিল্লির রাজঘাটে পৌঁছলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতারেস, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, WHO প্রধান টেড্রস অ্যাডানম। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাবেন সকলে।
আজ জি-২০ সম্মেলনের শেষ দিন। সকাল সওয়া ৮টা থেকে ৯টার মধ্য়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও প্রতিনিধি দলের সদস্য়রা
রাজঘাটে মহাত্মার সমাধিস্থলে যাবেন। সকাল ৯টা থেকে ৯টা ২০ পর্যন্ত মহাত্মার সমাধিতে পুষ্পার্ঘ্য় অর্পণ করা হবে। জাতির জনকের প্রিয় পছন্দের ভক্তিগীতির লাইভ পারফরম্যান্স হবে। এরপর ৯টা ২০ নাগাদ নিজস্ব কনভয়ে রাষ্ট্রনেতারা লিডার্স লাউঞ্জে পৌঁছবেন। ৯টা ৪০ থেকে ১০টা ২৮ মিনিট পর্যন্ত ভারত মণ্ডপমে ফের জড়ো হবেন G-20-ভুক্ত দেশগুলির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। ভারত মণ্ডপমের লেভেল-টু সাউথ প্লাজায় বৃক্ষরোপণ করবেন তাঁরা। সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভারত মণ্ডপমের লেভেল-টু সামিট হলে 'ওয়ান ফিউচার' শীর্ষক আলোচনা শুরু হবে।
সর্বসম্মতিতে গৃহীত নয়াদিল্লির জি-২০ ঘোষণাপত্র ঘোষণাপত্রে ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট’-এর বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি নিয়েও বেশ কিছু লক্ষ্যের কথা বলা হয়েছে। এই কাজে উন্নয়নশীল দেশগুলিকে সাহায্যের কথাও উল্লেখ করা হয়েছে ৩৭ পাতার এই ঘোষণাপত্রে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে চলছে জি G 20 সম্মেলন। প্রথমবার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ভারত। তাৎপর্যপূর্ণভাবে এদিন, নরেন্দ্র মোদির বক্তব্য উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Russia Ukraine War) প্রসঙ্গ। (G20 Summit Live Updates)
সমগ্র মানবজাতিকে একটি পরিবার হিসাবে বোঝাতে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে বার বার শোনা যায় এই কথা 'বসুধৈব কুটুম্বকম'। আর, G 20-র প্রথম পর্যায়ে আলোচনার বিষয়ও এই 'ওয়ান আর্থ'।
দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শুরু হয়েছে জি G 20 সম্মেলন। প্রথমবার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ভারত। G 20-র দেশগুলোর রাষ্ট্রনেতাদের পাশাপাশি, আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন এই সম্মেলনে।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-সহ বিদেশি রাষ্ট্রনেতাদের G 20-র সম্মেলনে স্বাগত জানান নরেন্দ্র মোদি। এর পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-সহ কয়েকজনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারেন প্রধানমন্ত্রী।
শনিবার ভারতের উদ্যোগে G 20-র স্থায়ী সদস্যপদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন। এদিন, মঞ্চ থেকে এই কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি। মোদি বলেন, "সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে এই জোটে জায়গা গ্রহণ করতে অনুরোধ করছি।"
তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদির মুখে উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও। তিনি বলেন, "কোভিডকে যখন পরাজিত করতে পেরেছি আমরা, এই সঙ্কটের বিরুদ্ধেও জয়ী হতে পারব। পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে উঠতে সফল হব। সবকা বিকাশ মন্ত্রীই আস্থাহীনতা কাটিয়ে উঠতে হবে।"
শনিবার হাতে-হাত রেখে ছবিও তোলেন নরেন্দ্র মোদি, জো বাইডেন, ব্রাজিলের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট। একসঙ্গে সেলফি তোলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -