নয়াদিল্লি : G20 তহবিলের ৪ হাজার কোটি টাকার, কতটা আত্মসাৎ করেছে মোদি সরকার? বৃষ্টির পর G20 সম্মেলনের ভেন্যু জলমগ্ন হওয়ায়, সোশাল মিডিয়ায় এই কটাক্ষ করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ও সাংসদ সাকেত গোখলে। অহঙ্কার কম কর, বুঝিয়ে দিল প্রকৃতি। নাম না করে মোদিকে নিশানা করলেন প্রিয়ঙ্কা গান্ধী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।


লেজার লাইট, রঙিন ফোয়ারা, ফুলের টবে সাজানো দিল্লির পথঘাট, কী নেই! আর 'ভারত মণ্ডপমে'র সাজসজ্জা দেখে তো চোখ ধাঁধিয়ে গেছে গোটা বিশ্বের! আর সেখানেই, রবিবার ধরা পড়ল  জল থইথই ছবি! সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে লিখেছেন,  ' এক সাংবাদিকের দেওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে আজ G20 শীর্ষ সম্মেলনের ভেন্যু প্লাবিত হয়েছে। ৪ হাজার কোটি টাকা খরচ করার পর এই হল পরিকাঠামোর অবস্থা। G20 তহবিলের এই ৪ হাজার কোটি টাকার কত টাকা আত্মসাৎ করেছে মোদি সরকার?' 

আর এখানেই তৃণমূল বিরোধীরা প্রশ্ন তুলছে,  তৃণমূলের রাজ্যসভার সাংসদ যেখানে G20-সম্মেলনের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন, মোদি সরকার টাকা আত্মসাৎ করেছে কিনা...তা নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানে, তাহলে তাঁর দলেরই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় গেলেন কেন? 






সিপিএম  কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এদিন বলেন, ' প্রেসিডেন্ট অফ ভারতের ডাকা নৈশভোজে মমতা গেলেন কেন? যোগী-শাহদের মাঝে বসলেন কেন? বেআইনি কাজকে সমর্থন করছেন কেন মুখপাত্র, দলনেত্রীকে জিজ্ঞেস করুন' 


ভিডিওয় দেখা যাচ্ছে, জি২০ শীর্ষ সম্মেলনের সভাস্থলের প্রবেশ পথ জলে ডুবে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্বাভাবিকভাবেই এ ছবি সামনে আসতেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে কালবিলম্ব করেনি কংগ্রেস। জি ২০-র জন্য ২৭০০ কোটি টাকা খরচ করে ভারত মণ্ডপম প্রস্তুত করা হয়েছে। এক বৃষ্টিতে ধুয়ে গেছে মোদি সরকারের ফাঁপা উন্নয়ন। এক্স হ্য়ান্ডেলে ভারত মণ্ডপের এই ভিডিও পোস্ট করে যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বিভি লিখেছেন,  'উন্নয়ন সাঁতার কাটছে।'


কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন, ' আজ সকালে তো আমি দেখলাম, যে G20 যখন হচ্ছিল, তখন বৃষ্টি এল আর সব ধুয়ে গেল...যা আমাদের দেশবাসী ভয়ে বলতে পারছেন না, সেটা ভগবান বলে দিলেন। যে নিজের অহঙ্কার কম করো। এই দেশ তোমাকে তৈরি করেছে। এই দেশ নেতা তৈরি করেছে। এই দেশকে আগে রাখ। এই দেশের মানুষকে সবার উপরে রাখ।' 


শনিবার ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের একাংশ প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে, জল থইথই ভারত মণ্ডপমের ছবি পোস্ট করায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূল সাংসদ। এর আগে জি-২০ নৈশভোজের থালায় অশোকস্তম্ভের প্রতীক থাকায় জাতীয় প্রতীকের অবমাননার অভিযোগ তুলেছিলেন সাকেত গোখলে।