নয়াদিল্লি : তাঁদের সু-সম্পর্কের কথা সুবিদিত। এবার কানাডার G7 সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। করমর্দনের মাধ্যমে উভয় দেশের প্রধানমন্ত্রী একে অপরকে অভিবাদন জানান। মোদি ইতালির প্রধানমন্ত্রীকে বলেন, "ইতালির সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও মজবুত হবে।" অন্যদিকে মেলোনিও মোদির উদ্দেশে বলেন, "আপনিই সেরা। আপনার মতো হওয়ার চেষ্টা করছি।" পরে ইতালির প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "ইতালি ও ভারত, দারুণ বন্ধুত্বের সম্পর্ক।"
সেই পোস্ট রি-শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, "আপনার সঙ্গে সহমত, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও মজবুত হবে, যাতে উভয় দেশের মানুষ উপকৃত হবেন।"
সম্মেলনে গিয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথোপকথন সেরে নেন। এর আগে দুবাইয়ে COP28 সম্মেলনে মোদি-মেলোনির সাক্ষাৎ হয়েছিল। তাঁরা একসঙ্গে সেল্ফি তোলেন এবং সেই ছবিতে মেলোনি ক্যাপশন দিয়েছিলেন, "Good friends at COP28, #Melodi"।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে G7 সম্মেলনে যোগ দিতে এদিনই কানানাসকিসে পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। তাঁকে স্বাগত জানান কার্নি। এনিয়ে টানা ছয় বার জি৭ সম্মেলনে যোগ দিলেন মোদি। তবে, এক যুগ পর গেলেন কানাডা। কালগারি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন ভারতের দায়িত্বপ্রাপ্ত হাই-কমিশনার চিন্ময় নায়েক।
অপারেশন সিঁদুরের পর প্রথম ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি সাইপ্রাস পৌঁছান। সাইপ্রাসকে প্রথম গন্তব্য হিসাবে প্রধানমন্ত্রীর বেছে নেওয়াকে ভৌগলিক-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, প্রধানমন্ত্রীর সাইপ্রাস সফর তুরস্কের প্রতি বার্তা বলে মনে করা হচ্ছে। কারণ, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চলাকালীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। ভারতের সঙ্গে সামরিক লড়াইয়ে পাকিস্তানকে সাহায্য করেছে তারা। তারপর থেকে ভারতজুড়ে তুরস্কের প্রতি শুধু ক্ষোভ ছড়াই নয়, সংশ্লিষ্ট দেশের পণ্য বয়কটের খবরও এসেছে একের পর এক। প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিড। প্রায় ১০০ জনের প্রতিনিধি দল নিয়ে সাইপ্রাস সফরে যান প্রধানমন্ত্রী। মোদিকে সে দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিওস তৃতীয় (The Grand Cross of the Order of Makarios III) সম্মানে সম্মানিত করা হয়। দুই দশকের বেশি সময়ের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটা প্রথম সাইপ্রাস সফর। ১৯৮২ সালে সাইপ্রাস সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং ২০০২ সালে অটল বিহারী বাজপেয়ী। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও, এই পর্যায়ের বৈঠক অন্যতম বিরল ঘটনা।