নয়াদিল্লি: দিল্লির দূষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এমনকী, ভারত-বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচও দিল্লি থেকে সরিয়ে নেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন। কিন্তু দিল্লির বায়ুদূষণ নিয়ে নগরোন্নয়ন বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকেই হাজির হননি পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর। এই কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গের মুখে পড়েন। এর সাফাই দিয়ে তিনি দাবি করেন, ধারাভাষ্য দেওয়ার বিষয়ে আগেই চুক্তিবদ্ধ হওয়ার কারণে ওই বৈঠকে হাজির থাকতে পারেননি। এই সাফাই দেওয়ার পর ফের তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে।
গত শুক্রবার দিল্লির বায়ুদূষণ নিয়ে সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। কিন্তু সেই সময় গম্ভীর ছিলেন ইন্দৌরে। তিনি ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন। প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের সঙ্গে গম্ভীরের জিলিপি খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাংসদ হিসেবে দায়িত্ব পালন করার বদলে ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য দেওয়া এবং অন্য কাজে ব্যস্ত থাকায় দূষণ নিয়ে বৈঠকে গরহাজিরার জন্য তীব্র সমালোচিত হচ্ছেন গম্ভীর।