ইন্দৌর: শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে গোলাপি বলে অনুশীলন করছেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটাররা নেটে গোলাপি বলে অনুশীলন করছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ইশান্ত শর্মা, উমেশ যাদবরা নেটে অনুশীলন করেননি। তবে চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ, হনুমা বিহারী, শুভমান গিল, কুলদীপ যাদবদের অনুশীলন করতে দেখা গিয়েছে। প্রধান কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ও ফিল্ডিং কোচ আর শ্রীধর অনুশীলনে হাজির ছিলেন।



ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচের প্রস্তুতি তুঙ্গে। কলকাতার বিভিন্ন জায়গা গোলাপি রঙে রাঙিয়ে তোলা হচ্ছে। ম্যাসকট ‘পিঙ্কু-টিঙ্কু’-কে প্রকাশ্যে এনেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রথম তিনদিনের টিকিট নিঃশেষিত বলেই জানা গিয়েছে। এই ম্যাচ উপলক্ষে ইডেনে চাঁদের হাট বসতে চলেছে। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইডেনে থাকতে পারেন। দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদেরও ইডেনে হাজির থাকবেন।