কলকাতা: আজ দেশ জুড়ে পালিত হচ্ছে গঙ্গা দশহরা। বিশ্বাস, এই দিনই রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা পৃথিবীতে নেমে আসেন। তিথি ছিল জৈষ্ঠ্য মাসের শুক্ল দশমী। এই কারণেই এদিন গঙ্গা দশহরার পুজো হয়। কথিত আছে, এদিন আবক্ষ গঙ্গাজলে দাঁড়িয়ে গঙ্গাস্তোত্র পাঠ করলে পাপমুক্তি ঘটে। গঙ্গার আশপাশে থাকেন না, করোনা পরিস্থিতিতে গঙ্গা স্নানে মুশকিল? তাহলে বাড়িতেই অনন্ত স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে নিন কয়েক ফোঁটা। বলা হয়, পাপস্খলনের জন্য এর থেকে ভাল দিন নাকি হয় না। নিজের কৃতকর্ম নিয়ে অনুশোচনা করছেন? তাহলে দশহরা পালনে দোষ কেটে যাবে, মনে করেন অনেকে। সেই সঙ্গে দশ দিন গরিব মানুষকে দান করলে পাপমুক্তি ঘটবে।
স্কন্দ পুরাণ অনুসারে, দশহরার গঙ্গা স্তোত্র পাওয়া যায়। বলা হয়, এই দিন গঙ্গা স্নানে নাকি অনেক যজ্ঞ করার পুণ্য মেলে। এই দিন দান করলেও পুণ্যলাভ হয়। দান করা যেতে পারে মাটির কলসি, পাখা ইত্যাদি দান করা যেতে পারে। খাওয়া যেতে পারে, ফলমূল। পুজো যা দিয়েই করুন না কোন, দশটি জিনিস দিয়ে পুজো করতে হবে। এতে ভাল ফল মেলে। বলা হয় এই পুজোর ফলে দশ জন্মের পাপ কেটে যায়।
আজ দশহরা পুজো, করলে কী কী ফল লাভ হয়?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2020 01:20 PM (IST)
বলা হয় এই পুজোর ফলে দশ জন্মের পাপ কেটে যায়। বিশ্বাস, এই দিনই রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা পৃথিবীতে নেমে আসেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -