কলকাতা: আজ ভারতের মূল ভূখন্ডে ঢুকবে বর্ষা। রাজ‍্যে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।


সোমবারই কেরলে ঢুকবে বর্ষা। তার আগে রাজ‍্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দুই বর্ধমানে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খন্ডের উপর একটি ঘূর্নাবর্ত অবস্থান করছে। অন‍্যদিকে দক্ষিণা বাতাসে ভর করে রাজ‍্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই দুয়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজ‍্যে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃষ্টি হবে রাজ‍্যের পশ্চিম দিকের জেলাগুলিতেও।


সোমবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সেগুলি হল, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।