কলকাতা: বিপুল সমারোহে উদ্বোধন হয়েছে এমভি গঙ্গা বিলাস ক্রুজের। বিলাসবহুল এই নদী-প্রমোজতরী ঘিরে উৎসাহ ছড়িয়েছে অনেকের মধ্যেই। নদীপথে বারণাসী থেকে কলকাতা হয়ে বাংলাদেশ, তারপরে ফের অসম হয়ে ভারতে ঢুকবে এই প্রমোদতরী। এতবড় প্রমোদতরী হলেও তাতে থাকতে পারবেন কিন্তু হাতেগোনা কয়েকজন মাত্র। রয়েছে নানা বিলাসের সুযোগ-সুবিধাও।
কী কী সেই সুবিধা:
সংবাদ সংস্থা পিটিআইকে ওই ক্রুজের ডিরেক্টর রাজ সিং জানিয়েছেন যে এই প্রমোদতরী একটি পাঁচতারা হোটেলের চেয়ে কম কিছু নয়। বিশাল এই ক্রুজে থাকতে পারবেন মাত্র ৩৬ জন পর্যটক। মোট ১৮টি স্যুটে থাকবেন তাঁরা। পাশাপাশি প্রমোদতরীতে রয়েছে ৪০ জন কর্মীর থাকার ব্যবস্থা। আধুনিক এই জাহাজটি ৬২ মিটার লম্বা, ১২ মিটার চওড়া।
রয়েছে একাধিক বিলাসের ব্যবস্থা। স্পা, স্য়াঁলো থেকে জিম- কী নেই সেখানে। দূষণ রোখার ব্যবস্থা রয়েছে ক্রুজে। রয়েছে নয়েজ কন্ট্রোল প্রযুক্তিও (Noise Control Technology)। সংবাদ সংস্থাকে ওই ক্রুজের ডিরেক্টর জানিয়েছেন, পয়ঃপ্রণালী ব্য়বস্থা এমন করা হয়েছে যাতে গঙ্গায় কিছু না যায়। ক্রুজে Sewage Treatment Plant রয়েছে। স্নান ও অন্য কাজে জল ব্যবহার করার জন্য জলশোধনের ব্য়বস্থাও রয়েছে।
কত খরচ:
এত বিলাস, এত সুযোগ সুবিধা। থাকবেন মাত্র ৩৬ জন। ফলে খরচটাও সেভাবেই হবে। এই ক্রুজে চড়তে গেলে খরচ হবে বেশ মোটা টাকা। প্রতিদিনের জন্য অন্তত ২৫০০০ থেকে ৫০০০০ টাকা পকেট থেকে খসবে এই অভিজ্ঞতা নিতে গেলে। মোট ৫১ দিনের সফর। গোটা সফরে প্রতি পর্যটকের খরচ হবে প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি। প্রথম সফরের জন্য় টিকিট কেটেছেন ৩২ জন সুইৎজারল্যান্ডের পর্যটক।
দীর্ঘ দিন যাত্রা:
৫১ দিন ধরে যাত্রার পরে MV Ganga Vilas ১ মার্চ অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল এই ক্রুজ নির্দিষ্ট পথ পেরিয়ে বাংলাদেশে যাবে, সেখান থেকে নদীপথে পৌঁছবে অসম। এই যাত্রাপথে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্য ছুঁয়ে যাবে এই ক্রুজ। যেগুলির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই বিলাসবহুল ক্রুজটি আয়োজন করছে যে সংস্থা, তাদের ওয়েবসাইটে ক্রুজ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। কোন কোন রাস্তা দিয়ে এই ক্রুজ যাবে সেটাও বলা হয়েছে সেখানে।
কোন পথে প্রমোদতরী?
যাত্রা শুরুর পর থেকে আট নম্বর দিনে MV Ganga Vilas পৌঁছবে পটনা। বক্সার, রামনগর পেরিয়ে পটনা যাবে এই ক্রুজ। তারপর সেখান থেকে নদীপথে পৌঁছবে কলকাতা। ফরাক্কা ও মুর্শিদাবাদ হয়ে ২০তম দিনে সেটা পৌঁছবে কলকাতা। পরদিন সেটা ঢাকার দিকে রওনা দেবে। পরের ১৫ দিন বাংলাদেশের জলসীমায় থাকবে MV Ganga Vilas. তারপরে গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে। শিবসাগর ডিব্রুগঢ় এসে পৌঁছবে বিলাসবহুল সেই ক্রুজ।
আরও পড়ুন: অ্যাপলের সিইও-র বেতনে বড় কাটছাঁট, স্য়ালারি কমল ৪০ শতাংশের বেশি