নাগাল্যান্ডের কৃষকের খুঁজে পাওয়ার পাথরটি সম্ভবত হিরে নয়, গবেষণা চালাচ্ছেন ভূতাত্ত্বিকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2020 01:00 PM (IST)
রাজ্য সরকার অবশ্য হিরের কথায় বিশ্বাস না করে ভূতত্ত্ববিদদের ডেকে পাঠিয়েছে, যাতে তাঁরা নিজেরা খোঁড়াখুঁড়ি করে বিষয়টা বোঝার চেষ্টা করেন।
NEXT
PREV
কোহিমা: গোল্ড রাশ নয়, নাগাল্যান্ডে চলছে ডায়মন্ড রাশ। মন জেলার গ্রামের মানুষ মাটি খুঁড়ে ফেলে ঢুঁড়ে বেড়াচ্ছেন হিরে। ওখানকার ওয়ানচিন গ্রামের এক চাষী একটি পাথর খুঁজে পেয়েছেন, তিনি নিশ্চিত, সেটা হিরে। তারপর থেকেই বাকি ভাগ্যান্বেষীরা নেমে পড়েছেন কোদাল, বেলচা নিয়ে। এবং তাঁদের দাবি, মাটি খুঁড়লেই উঠে আসছে ছোট বড় সব হিরের টুকরো!
রাজ্য সরকার অবশ্য হিরের কথায় বিশ্বাস না করে ভূতত্ত্ববিদদের ডেকে পাঠিয়েছে, যাতে তাঁরা নিজেরা খোঁড়াখুঁড়ি করে বিষয়টা বোঝার চেষ্টা করেন। রাজ্যের জিওলজি অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টের ডিরেক্টর এস মানেনের নির্দেশে ৪ ভূতত্ত্বদিন কাজও শুরু করে দিয়েছেন। তাঁদের দাবি, ওই পাথর হিরে নয়, আচমকা মাটি থেকে এভাবে মুড়ি মুড়কির মত হিরে উঠতে পারে না। যদিও এ ব্যাপারে পাকা রিপোর্ট এখনও জমা পড়েনি। তবে জানা গিয়েছে, তাঁরা মনে করছেন, ওই পাথরগুলি হিরে নয়, স্ফটিকের খণ্ড। সোমবার রিপোর্ট দেওয়া হবে।
কোহিমা: গোল্ড রাশ নয়, নাগাল্যান্ডে চলছে ডায়মন্ড রাশ। মন জেলার গ্রামের মানুষ মাটি খুঁড়ে ফেলে ঢুঁড়ে বেড়াচ্ছেন হিরে। ওখানকার ওয়ানচিন গ্রামের এক চাষী একটি পাথর খুঁজে পেয়েছেন, তিনি নিশ্চিত, সেটা হিরে। তারপর থেকেই বাকি ভাগ্যান্বেষীরা নেমে পড়েছেন কোদাল, বেলচা নিয়ে। এবং তাঁদের দাবি, মাটি খুঁড়লেই উঠে আসছে ছোট বড় সব হিরের টুকরো!
রাজ্য সরকার অবশ্য হিরের কথায় বিশ্বাস না করে ভূতত্ত্ববিদদের ডেকে পাঠিয়েছে, যাতে তাঁরা নিজেরা খোঁড়াখুঁড়ি করে বিষয়টা বোঝার চেষ্টা করেন। রাজ্যের জিওলজি অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টের ডিরেক্টর এস মানেনের নির্দেশে ৪ ভূতত্ত্বদিন কাজও শুরু করে দিয়েছেন। তাঁদের দাবি, ওই পাথর হিরে নয়, আচমকা মাটি থেকে এভাবে মুড়ি মুড়কির মত হিরে উঠতে পারে না। যদিও এ ব্যাপারে পাকা রিপোর্ট এখনও জমা পড়েনি। তবে জানা গিয়েছে, তাঁরা মনে করছেন, ওই পাথরগুলি হিরে নয়, স্ফটিকের খণ্ড। সোমবার রিপোর্ট দেওয়া হবে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -