নয়া দিল্লি: পেপার কার্ডের পরিবর্তে এবার এসে গেল আধার কার্ডের পিভিসি রূপ। চাইলেই এটিএম কার্ডের মতো আধার কার্ড করতে পারেন আপনি। কয়েকটা পদক্ষেপ মেনে অনলাইনে অর্ডার দিলেই কার্ড পেয়ে যাবেন।


দেশের ১২ ডিজিটের এই নম্বর দিয়েই যাচাই হয় আপনার নাম, পরিচয়, ঠিকানা। অতীতে কেবল পেপার কার্ডেই পাওয়া যেত আধার কার্ড। ফলে অনেক ক্ষেত্রে আলাদা করে ল্যামিনেশন করাতে হত পরিচয়পত্র। তা না হলে কিছুদিন পরই ভাঁজ পড়ত আধারে। ফলে অচিরেই তৈরি হত নষ্ট হয়ে যাওয়ার ভয়। তবে ২০২১ সালে নয়া রূপে ধরা দিয়েছে আধার কার্ড। এটিএম কার্ডের মতো পকেটে বা মানিব্যাগে রাখা যাবে এই ইউনিক আইডেনটিটি নম্বর (UID)।


ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)বলছে, এবার থেকে নতুন এই আধার কার্ডের নাম হবে পিভিসি আধার কার্ড। নতুন সুরক্ষা সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে এই কার্ড। নয়া এই আধারে থাকছে, হলোগ্রাম, গিলোচে প্যাটার্ন, ঘোস্ট ইমেজ ও মাইক্রো টেক্সট। যা আগের আধার কার্ডের থেকে অনেকটাই আলাদা করবে এই কার্ডকে। 


কেউ চাইলেই রেজিস্টার বা নন রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে পিভিসি আধার কার্ড অনলাইনে বুক করতে পারেন। ৫০ টাকা ডেলিভারি চার্জ দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কার্ড। সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে ?


কীভাবে এটিএম-এর মতো আধার কার্ড অর্ডার করবেন ?


প্রথমে ব্রাউজার খুলে uidai.gov.in অথবা resident.uidai.gov.in-এ লগ ইন করুন।


পরে 'গেট আধার' সেকশন থেকে 'মাই আধার' সিলেক্ট করুন। এবার অর্ডার আধার পিভিসি কার্ড অপশনে যান।


এখানে ১২ সংখ্যার আধার নম্বর অথবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি অথবা ২৮ সংখ্যার ইআইডি টাইপ করুন। সঙ্গে সুরক্ষা কোডও টাইপ 
করুন। 


** এখানে যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার করা না থাকে , তাহলে 'মাই মোবাইল নম্বর ইজ নট রেজিস্টারড' অপশনে ক্লিক করুন।


এবার রেজিস্টারড অথবা নন রেজিস্টারড নম্বরে এন্টার করুন।


সেন্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার রেজিস্টারড মোবাইল নম্বরে ওটিপি আসবে।


আপনার ফোনে ৬ সংখ্যার ওটিপি পাবেন আপনি।


এবার টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে সাবমিটে ক্লিক করুন।


নতুন স্ক্রিনে আপনার আধার কার্ডের সব ডিটেইল চলে আসবে। সেটা একবার যাচাই করে নিন।


মেক পেমেন্ট অপশনে যা টাকা চাইছে তা পে করুন। এখানেই আপনার কাজ শেষ।


এবার ঘরে বসে পিভিসি আধার কার্ডের জন্য অপেক্ষা করুন। কোভিডকালে আপনার আধার কার্ড আসতে কিছুদিন দেরি হতে পারে। তবে আপনার কার্ড পাওয়ার স্ট্যাটাস কি তা UIDAI সাইটে গেলেই জানতে পারবেন। 



কী কী সুরক্ষা ফিচার দেওয়া হয়েছে পিভিসি আধার কার্ডে ?


সুরক্ষিত কিউআর কোড


হলোগ্রাম


মাইক্রো টেক্সট


ঘোস্ট ইমেজ


ইস্যু ডেট ও প্রিন্ট ডেন্ট


গিলোচে প্যাটার্ন