নয়া দিল্লি : গ্রাহকের সার্চ হিস্ট্রি চাইলেই দেখতে পারবেন না অন্য কেউ। ব্যবহারকারীর গোপনীয়তার স্বার্থে আরও সুরক্ষা দিচ্ছে গুগল। এবার থেকে নিজের সার্চ হিস্ট্রি মুছতে গেলেও ভেরিফাই করবে কোম্পানি।


অফিসের একই কম্পিউটারে শিফটে কাজ করেন একাধিক কর্মী। অনেক সময় আপনার সার্চ করা সাইট সহজেই দেখতে পান অন্য কেউ। সার্চ হিস্ট্রি ঘেঁটে অন্যেরা জানতে পারেন আপনার পছন্দের বিষয়। তবে গুগলের নয়া উদ্যোগে এবার নিজের সার্চ করা পেজ সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহক। এমনকী নিজের সার্চ হিস্ট্রি মুছতে গেলেও অনুমতি নিতে হবে গুগলের থেকে।


যখনই গুগল ডিভাইস বা প্রোডাক্টে (অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ক্রোম ব্রাউজার) আপনারা কিছু সার্চ করেন, তা স্টোর হয়ে যায় অ্যাপে। মাই অ্যাকটিভিটি ফিচারে গেলেই সেই সার্চ হিস্ট্রি সহজেই দেখা যায়। এবার থেকে সার্চ হিস্ট্রি সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহক। কেবল এক্সট্রা ভেরিফিকেশন অন করে রাখতে হবে আপনাকে। 


তবে পরবর্তীকালে মাই অ্যাকটিভিটিতে সার্চ হিস্ট্রি ডিলিট করার ক্ষেত্রেও নিতে হবে অনুমতি। যে ব্যক্তি হিস্ট্রি ডিলিট করতে চাইছেন তিনি যে আপনিই, সেই বিষয়ে আগে নিশ্চিত হবে গুগল। তবেই মিলবে সার্চ হিস্ট্রি কাটাছেঁড়ার ছাড়পত্র। কোম্পানি জানিয়েছে, নতুন আপডেটের মাধ্যমেই পাওয়া যাচ্ছে এই ফিচার।


গুগলের মতে, এর মাধ্যমে অন্য শেয়ারড ডিভাইসে নিজেরে সার্চ হিস্ট্রি সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহক। একমাত্র মাই অ্যাকটিভিটির মাধ্যমেই এই সার্চ হিস্ট্রির সেটিং বদলানো যাবে। অন্য শেয়ারড ডিভাইসে নিজের প্রাইভেসি আরও মজবুত করতে গ্রাহককে একস্ট্রা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। মাই অ্যাকটিভিটিতে ফুল হিস্ট্রি দেখার জন্য এই ভেরিফিকেশন লাগবে।


এই ভেরিফিকেশন মুড অ্যাক্টিভ করতে activity.google.com-এ যেতে হবে গ্রাহককে। পরে ম্যানেজ মাই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলেই কাজ হবে। অ্যান্ড্রয়েড পুলিশের মতে, একবার এই ভেরিফিকেশন বটন চালু হলে গুগলের সার্চ হিস্ট্রি দেখানোর আগে গ্রাহকের পরিচয় যাচাই করবে এই নয়া ফিচার। একেবারে রেগুলার গুগলের সাইন ইন পেজে নিয়ে যাবে এই নয়া ফিচার। সেখানে পাসওয়ার্ড দিলে তবেই সার্চ হিস্ট্রি দেখতে পাবেন গ্রাহক।