কলকাতা: প্রথম দিনের পরে দ্বিতীয় দিনও। বলিউড অভিনেতা অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) উল্লেখযোগ্য ব্যবসা করল। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটির ব্যবসা করল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta)। সারাদিনে আজ নজর কাড়ল বিনোদন জগতের কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী
পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta)। পুলিশ সূত্রে খবর, গতকাল বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে খবর, রূপা দত্ত নামে ওই মহিলা নিজেকে বলিউড অভিনেত্রী বলে দাবি করেন।তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৬৫ হাজার টাকা। ধৃতকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। আজ কোর্টে ওই অভিনেত্রীকে পেশ করার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। ধৃত অভিনেত্রীর বক্তব্যেও সন্তুষ্ট নন বিচারক। প্রশ্ন-উত্তর পর্বে বিচারকের সামনে কেঁদে ফেললেন অভিনেত্রী রূপা দত্ত।
দ্বিতীয় দিনেও 'দ্য কাশ্মীর ফাইলস' রেকর্ড বক্স অফিস কালেকশন
প্রথম দিনের পরে দ্বিতীয় দিনও। বলিউড অভিনেতা অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) উল্লেখযোগ্য ব্যবসা করল। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটির ব্যবসা করল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। প্রথমদিন ৩ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল 'দ্য কাশ্মীর ফাইলস'। তরণ আদর্শ ট্যুইট করে জানান, ২০২০ থেকে শুরু করে এই ছবিই প্রথম যেটা দ্বিতীয় দিনে এতটা সাফল্য লাভ করেছে।
রাজ-শুভশ্রীর ঘরে 'নতুন সদস্য'
জন্মের পর কেটেছে ১৮ মাস। এই প্রথম মাথা হল এক্কেবারে ফাঁকা। আর তাতেই হাত বোলাচ্ছে একরত্তি। কার কথা বলা হচ্ছে? রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) আদরের 'রসগোল্লা' ইউভান (Yuvaan) হাজির তার নতুন লুক নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পুঁচকের নতুন লুকের ছবি ও ভিডিও পোস্ট করেছেন তারকা অভিভাবক। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্ত্রী ও পুত্রের সঙ্গে ছবি পোস্ট করেন পরিচালক। ক্যাপশনে লেখেন, 'এটা কে? পরিবারের নতুন সদস্য। আমাদের ছোট্ট রসগোল্লা।' ইউভানের নাম শুনলেই মনে আসে একমাথা ঝাঁকড়া কোঁকড়ানো চুল। সেই লুকেই এবার বদল। জন্মের পর এই প্রথম চুল কাটতে দেখা গেল খুদেকে।
'ফুকরে ৩' ছবির শ্যুটিং শুরু করলেন পুলকিত সম্রাট
অভিনেতা পুলকিত সম্রাট (Pulkit Samrat) শুরু করলেন 'ফুকরে ৩' (Fukrey 3) ছবির শ্যুটিং। দিল্লিতে রবিবার শ্যুটিং শুরুর ছবি পোস্ট করলেন তিনি। রবিবার, পুলকিত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটো ছবি শেয়ার করেন। একটি ছবিতে তাঁকে হাতে ক্ল্যাপবোর্ড নিয়ে দেখা গেল। অপর একটি ছবিতে দেখা তাঁকে সিনেমার গোটা টিমের সঙ্গে। সহ-অভিনেতা বরুণ শর্মা (Varun Sharma) ও মনজোৎ সিংহকেও (Manjot Singh) দেখা গেল। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আপনাদের সেবায় ফুকরে ৩।'
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসায় প্রধানমন্ত্রী
মুক্তির আগেই বেশ আলোড়ন তুলেছিল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বিতর্কও নেহাত কম হয়নি। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপানো ব্য়বসা করেছে অনুপম খের (Anupam Kher) অভিনীত এই ছবি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসায় নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)। শনিবার প্রযোজক অভিষেক আগরওয়াল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা পল্লবী যোশী সহ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির গোটা টিম দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এই ছবিটি মূলত ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ওপর তৈরি হয়েছে। অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশী।