কলকাতা: মুক্তি আগে থেকেই এই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক ছিল নির্মাতা থেকে দর্শকদের। ছবি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাতে শুরু করে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। এবার ২০০ কোটির দোরগোড়ায় 'দ্য কাশ্মীর ফাইলস'। দুঁদে রাজনীতিবিদ, কিন্তু পড়াশোনা মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত। যদি পরিস্থিতির বদলে তাঁরই ইচ্ছা হয় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালানোর? ঠিক এমনই একটি গল্প বলবে 'দশভি'। আজ মুক্তি পেল অভিষেক বচ্চন, ইয়ামি গৌতম ও নিমরত কৌর অভিনীত নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। টলি থেকে বলি, সারাদিনে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


 


জন্মদিনে বৈষ্ণো দেবী মন্দিরে আশীর্বাদ নিলেন কঙ্গনা রানাউত


অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের এই বিশেষ দিনটি ঈশ্বরের কাছে প্রার্থনা ও আধ্যাত্মিকতার উদ্দেশে উৎসর্গ করেন। পবিত্র স্থানে প্রার্থনা করেন তিনি। সেখান থেকে সুন্দর ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আজ আমার জন্মদিন উপলক্ষ্যে ভগবতী শ্রী বৈষ্ণো দেবী জিকে দেখতে এলাম... তাঁর সঙ্গে আমার বাবা-মায়ের আশীর্বাদ এই বছর কাম্য। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ।'


 


সলমন খানকে সমন পাঠাল আদালত


 বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) এবার সমন পাঠাল আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট। ২০১৯ সালে এক সাংবাদিককে নিগ্রহ করার মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে। আর সেই মামলার যোগসূত্র ধরেই আগামী ৫ এপ্রিল আদালতে ডেকে পাঠান হল তাঁকে। এএনআই সূত্রে জানা গিয়েছে, বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়েরের ভিত্তিতে সমন পাঠান হয়েছে। তিন বছর আগের ঘটনা। অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর দুই দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, তাঁরা তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। তাঁর অভিযোগ, ২০১৯ সালে সাইকেল চালানোরত সলমন খানের ছবি তোলার সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন 'বজরঙ্গী ভাইজান' অভিনেতা ও তাঁর দুই দেহরক্ষী। সে বছরই তাঁদের বিরুদ্ধে এইআইআর করেন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতেই আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সমন পাঠান হল অভিনেতাকে।


 


রামপুরহাট কাণ্ডে সরব কৌশিক সেন


 রামপুরহাট কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্যরাজনীতি। শাসকদলের সমালোচনায় মুখর বিরোধী দল। এবার ওই ঘটনায় মুখ খুললেন নাট্যকার ও অভিনেতা কৌশিক সেন। বখরা ও দখলদারির কারণেই এমন ঘটনা বলে মন্তব্য করেন তিনি। দখলদারির বিষয়টি অসুখের মতো ছড়াচ্ছে বলে তাঁর মত। তবে বীরভূমের মতো জেলায় বিষয়টি নতুন নয়। বহুদিন ধরেই বীরভূমে এমন পরিস্থিতি চলছে বলে জানান তিনি। বাম আমলেও বীরভূমে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে বলে জানান তিনি। তিনি বলেন, 'বাম বা তৃণমূল, কোনও আমলেই পরিস্থিতি বদলায়নি। হিংসাকে মদত দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এই পরিস্থিতির দায় অস্বীকার করতে পারে না কোনও দল।' মূলক কাজের সুযোগের অভাবেই এমন ঘটনা ঘটছে বলে তাঁর মত। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলায়নি। আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যে এমনভাবেই দখলদারি চলছে।' গোটা ঘটনায় তৃণমূলকে দায় নিতে হবে বলেই তাঁর মত। তিনি বলেন, 'প্রশাসনিকভাবে না থামালে, সেটা তৃণমূলের পক্ষে খারাপ। নিজের ইমেজের স্বার্থে দ্রুত পরিস্থিতি সামলাতে হবে মুখ্যমন্ত্রীকে।' কৌশিক সেন বলেন, 'সারা দেশে বিজেপিবিরোধী মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মান পুনরুদ্ধারের এটাই সেরা সময়। বিজেপি বিরোধী ইমেজ বাঁচাতে কখনও কখনও অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে হয়।'


 


সুনেত্রা হিসেবে পার্নোর প্রথম লুক প্রকাশ


 ছবির ঘোষণা হয়েছিল আগেই। ছবির নাম থেকে শুরু করে বিষয়বস্তু, সবকিছুই ছিল বিশেষত্ব। আজ থেকে শ্যুটিং শুরু হল পার্নো মিত্রর নতুন ছবি 'সুসু' অর্থাৎ 'সুনেত্রা সুন্দরম'-এর। পরিচালক শিব রাম শর্মার হাত ধরে পর্দায় আসতে চলেছে নারী-পুরুষ নির্বিশেষে এক দৈনন্দিন সমস্যার গল্প। রাস্তাঘাটে পর্যাপ্ত শৌচাগার না থাকার ফলে সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই বিষয়কেই এবার পর্দায় তুলে আনছেন শিব রাম শর্মা। ছবিটি মূলত আবর্তিত হবে এক মহিলা স্কলারকে নিয়ে। স্কলার হলেও তাঁর শরীর সবসময় তাঁকে আনন্দ দেয় না। কিডনির অসুখে (Kidney Problem) ভোগেন তিনি। ফলে নিজের প্রস্রাবের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। চাইলেও চাপতে পারেন না। শুনতে কেমন যেন লাগলেও, এটা সত্যিই বড় একটা সমস্যা আমাদের সমাজে। স্বাধীনতার এত বছর পরেও আমাদের সব জায়গায় সব প্রয়োজনীয় জিনিস থাকে না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনও শৌচালয় থাকে না। বা থাকলেও বেশিরভাগ সময়েই সেটা ব্যবহারের যোগ্য থাকে না।


 


একদিনে জোড়া ছবির মহরত আবিরের


একই দিনে ছবির মহরত সারলেন দুই পরিচালক। ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) ও অরিন্দম শীল (Arindam Shill)। ফ্লোরে যাওয়ার জন্য তৈরি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ও 'ব্যোমকেশ'। দুই ছবিরই মুখ্যচরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। দুটি ছবিরই প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। সোনাদার গুপ্তধন সিরিজের নতুন ছবির কাজে হাত দিয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে সোনাদার চরিত্রে আগের মতোই রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। বদলাচ্ছে না ছবির বাকি দুই কেন্দ্রীয় চরিত্রের মুখও। রয়েছেন ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় মহরত-এর ছবি ভাগ করে নিয়েছেন এই দুই তারকাও। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর শ্যুটিং। হাতের সমস্যা কাটিয়ে আপাতত সুস্থ পরিচালক ধ্রুব। জোরকদমে শ্যুটিংয়ে নামছে টিম 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।


 


অভিষেকের 'দশভি'-র ট্রেলার


দুঁদে রাজনীতিবিদ, কিন্তু পড়াশোনা মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত। যদি পরিস্থিতির বদলে তাঁরই ইচ্ছা হয় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালানোর? ঠিক এমনই একটি গল্প বলবে 'দশভি'। আজ মুক্তি পেল অভিষেক বচ্চন, ইয়ামি গৌতম ও নিমরত কৌর অভিনীত নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সমস্ত কলাকুশলীদের সঙ্গে এই ট্রেলার শেয়ার করে নিয়েছেন অভিষেক বচ্চনও। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। আর ছেলের শেয়ার কর ট্রেলার দেখে মুগ্ধ বাবা অমিতাভ বচ্চনও। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সেই কথা। গতকাল অর্থাৎ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবির অভিনেতা অভিনেত্রীদের লুক শেয়ার করে নিয়েছিলেন জুনিয়র বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টার শেয়ার করে অভিষেক লিখেছিলেন, 'গঙ্গারাম চৌধুরী আমার নাম'। তিনি শেয়ার করে নিয়েছেন নিমরত ও ইয়ামির লুকও। ইয়ামির ছবি শেয়ার করে অভিষেক লেখেন, 'জ্যোতি জী খুব কঠিন, ট্রেলারের আর কিছুটা সময় বাকি।' নিমরত কৌরের ছবি শেয়ার করে অভিষেক জানিয়েছেন, চিত্রনাট্য অনুযায়ী নিমরত তাঁর পত্নী। 


 


২০০ কোটির দোরগোড়ায় 'দ্য কাশ্মীর ফাইলস'


মুক্তি আগে থেকেই এই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক ছিল নির্মাতা থেকে দর্শকদের। ছবি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাতে শুরু করে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বক্স অফিস কালেকশনের পাশাপাশি বিভিন্ন মহল থেকে প্রশংসাও আসছে। খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। এবার ২০০ কোটির দোরগোড়ায় 'দ্য কাশ্মীর ফাইলস'। আর কত বাকি পৌঁছতে? এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। মঙ্গলবার এই ছবির বক্স অফিস কালেকশন কিছুটা কম হলেও তাঁর পোস্ট দেখে আন্দাজ করা যাচ্ছে, আগামীকাল ২০০ কোটির ফলক ছুঁয়ে ফেলবে এই ছবি। তরণ আদর্শ পোস্ট করেছেন, 'দ্য কাশ্মীর ফাইলস' তার নিয়ে জায়গা ধরে রেখেছে। সপ্তাহের শেষেও এই ছবির বক্স অফিস কালেকশন অব্যাহত। সপ্তাহের অন্যান্য দিনেও ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি। আগামীকালইই ২০০ কোটির গণ্ডী টপকে যাবে। ইতিমধ্যেই 'দ্য কাশ্মীর ফাইলস' ব্যবসা করে ফেলেছে ১৯০.১০ কোটি টাকার।'


 


মা হচ্ছেন ঘোষণা করার পর প্রথমবার জনসমক্ষে সোনম কপূর


সদ্যই সুখবরটা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। অন্তঃসত্ত্বা অবস্থায় ফোটোশ্যুটের ছবি পোস্ট করে সুখবর দেন অভিনেত্রী। এবার মা হতে চলার ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে স্বামী এবং বাবা। এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে অন্তঃসত্ত্বা অবস্থায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সোনম কপূর। অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর স্বামী আনন্দ আহুজা এবং বাবা অনিল কপূর। সাদা টি শার্টের সঙ্গে নীল প্যান্ট স্যুটে অভিনেত্রীর ত্বকে যেন জেল্লা আরও ফুটে উঠেছে। পাপারাজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে স্বামীর হাত ধরে প্রবে করছেন অভিনেত্রী। পিছনেই দেখা যায় অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের স্টাইল স্টেটমেন্ট অব্যাহত রেখেছেন সোনম। অন্যান্য সময় তাঁকে হাই হিল জুতো পরে দেখা গেলেও, এদিন তাঁকে দেখা যায় সাদা রঙের স্টাইলিশ স্নিকারে। অভিনেত্রী শরীরে মাতৃত্বের আভা নজর কাড়ল নেট নাগরিকদের। সোনম কপূরকে দেখা মাত্র তাঁকে জড়িয়ে ধরে অভিবাদন জানাতে দেখা যায় পত্রলেখা পাল, হুমা কুরেশি এবং আরও অনেক তারকাকে।