গাজিয়াবাদ(উত্তরপ্রদেশ) : রোজই নতুন রেকর্ড গড়ছে করোনা। নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। অব্যাহত মৃত্যুমিছিল। তবে, কোথাও কোথাও সংক্রমণের বিরুদ্ধে চমকপ্রদ লড়াইয়ের দৃষ্টান্ত দেখা যাচ্ছে। সেরকমই একটি খবর এবার সামনে এল গাজিয়াবাদ থেকে। ১৫ দিনের মাথায় ভাইরাসকে পরাস্ত করল এক সদ্যোজাত। খুশির হাওয়া সদ্যোজাতের পরিবারে।


তখন সবে আটদিন বয়স তার। করোনা পরীক্ষার রিপোর্ট এল পজিটিভ। পরিবারে খুশির হাওয়া সঙ্গে সঙ্গে বদলে গেল আশঙ্কায়। শুরু হয় সদ্যোজাতের চিকিৎসা। টানা কয়েদিন লড়াইয়ের পর শুক্রবার, ১৫ দিনের মাথায় মারণ-ভাইরাসকে পরাস্ত করে শিশুটি।


গাজিয়াবাদে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ডেলিভারির আগে করোনা রিপোর্ট নেগেটিভ ছিল ওই মহিলার। সন্তান প্রসবের পর বাড়ি ফিরে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি। আটদিনের শিশুটিও সংক্রমিত হন। কিন্তু, তার রিপোর্ট নেগেটিভ চলে আসায় ১৫ দিনের মাথায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 


প্রসঙ্গত, উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে যে রাজ্যগুলি প্রথম সারিতে রয়েছে তাদের মধ্যে অন্যতম যোগী-রাজ্য। 


স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশের যে দশটি রাজ্যে নতুন সংক্রমণের ৭৩.৭১ শতাংশ রয়েছে, তাদের মধ্যে অন্যতম গোবলয়ের এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে ৩৪ হাজার ৩৭২ জন সংক্রমিত। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১০ হাজার ৭৮৩। ভারতে সক্রিয় আক্রান্তের ৭৮.২২ শতাংশ রয়েছে যে দশটি রাজ্যে, তার মধ্যেও রয়েছে উত্তরপ্রদেশ।


এর পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের যে দশটি রাজ্যে মৃত্যু বেশি, তার মধ্যেও রয়েছে উত্তরপ্রদেশ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখানে গত ২৪ ঘণ্টায় ৩৩২ জনের মৃত্যু হয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের সংখ্যা প্রথমবার ছাড়িয়ে গিয়েছে ৪ লক্ষর গণ্ডি। আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এনিয়ে দেশে মোট আক্রান্ত ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯। নতুন করে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ১১ হাজার ৮৫৩।