কলকাতা: লেকটাউন থানা এলাকায় বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু কিশোরীর।  গতকাল রাত ১০টা নাগাদ ওই ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে দাবি, হোয়াটসঅ্যাপ-এ সুইসাইড নোট লিখে ১৮ বছরের ওই কিশোরী নিধি পোদ্দার ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন।  তরুণীর বাড়ি পাতিপুকুরে।  আর যে বহুতলের নীচে তাঁর দেহ মিলেছে, সেটি বাঙ্গুর এলাকায়।  কেন ওই তরুণী বাড়ি থেকে বেরিয়ে বাঙ্গুরের ওই বহুতলের ছাদে উঠেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।  যদিও পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ওই কিশোরী।

বহুতলের নীচে রক্তের ছোপ ছোপ দাগ। সংশ্লিষ্ট বহুতলে সামনের অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে লেকটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, লেকটাউনের এসকে দেব রোডের বাসিন্দা ওই ছাত্রী। রবিবার রাতে দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। পেন এবং ম্যাগি কিনে ফিরবে বলে জানায়। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও ফেরেনি সে। পরিবার সূত্রে খবর, ছাত্রীর এক বন্ধু বাড়িতে ফোন করেও তার নেয়। জানায় তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।

এই ফোন পেয়েই কিশোরীর পরিবারের লোকজন লেকটাউন থানায় যোগাযোগ করে। পুলিশের জানতে পারে বাঙ্গুর এলাকায় ছাদ থেকে ঝাঁপ দিয়েছে এক কিশোরী। বাঙ্গুরের এ ব্লকের ১৩১ নং আবাসনের নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।বছর ১৮-র মেয়েটি সল্টলেকের এক স্কুলের ছাত্রী বলে জানা গিয়েছে। দোকানে যাওয়ার নাম করে সে কী কারণে বাঙ্গুর এলাকায় গিয়েছিল, তা নিয়ে সংশয় ঘনিয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।