মুম্বই: প্রেমিকাকে মারধর করে, গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা। তার পর তাঁকে সেই অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে পালানোর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত মহারাষ্ট্রের এক আমলা-পুত্র। আপাতত একাধিক আঘাত নিয়ে ঠানের হাসপাতালে ভর্তি অভিযোগকারিণী। তাঁর মুখ থেকে ঘটনার ভয়াবহতা শুনে চমকে উঠেছেন পোড়খাওয়া তদন্তকারীরাও। 


যা জানা গেল...
অভিযোগকারিণীর বক্তব্য, গত প্রায় সাড়ে ৪ বছর ধরে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অশ্বজিৎ গায়কোয়াড় নামে যুবকের। কিন্তু সম্প্রতিই নির্যাতিতা জানতে পারেন, অশ্বজিৎ বিবাহিত। অভিযোগ, সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে দু’জনের বচসা বাধে। অশ্বজিৎ ও তার তিন বন্ধু প্রথমে নির্যাতিতাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার পর গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টাও করা হয়, দাবি নির্যাতিতার। তিনি আরও জানাচ্ছেন, অভিযুক্ত প্রেমিক প্রভাবশালী আমলার ছেলে এবং রাজনৈতিক মহলে যোগাযোগ থাকায় পুলিশ কিছুই। শেষমেশ তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ায়, নড়েচড়ে বসে প্রশাসন। তদন্ত চলছে বলে জানাচ্ছে পুলিশ।


খুঁটিনাটি...
মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অনিল গায়কোয়াড়ের ছেলে অশ্বজিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঠানের একটি হোটেলের কাছে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে বলে জানিয়েছেন নির্যাতিতা। গত মঙ্গলবার, ভোর ৪টে নাগাদ একটি পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাঁকে ডেকে পাঠান অশ্বজিৎ, অভিযোগ তরুণীর। পুলিশকে তিনি জানান, ওখানে পৌঁছে দেখেন, অভিযুক্তের সঙ্গে তার কয়েকজন বন্ধুও রয়েছে। শুধু তাই নয়। অশ্বজিতের আচরণে সন্দেহ হয়েছিল অভিযোগকারিণীর। তাই জানতে চান, সব ঠিক রয়েছে কিনা। এর পরই শুরু হয় শিউরে ওঠার মতো ঘটনাক্রম, দাবি।
নির্যাতিতা জানাচ্ছেন, বন্ধুদের সঙ্গে নিয়ে অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করে অশ্বজিৎ। তিনি 'প্রেমিক'-কে এমন না করতে অনুরোধ করেছিলেন। অশ্বজিৎ কোনও কথায় কান দেননি, অভিযোগ তাঁর। উল্টে প্রথমে তাঁকে চড় মারে, তার পর গলা টেপার চেষ্টা করে বলে দাবি। নির্যাতিতা হাত ছাড়াতে তাঁর হাতে কামড়েও দেয় অভিযুক্ত। এর পর তার বন্ধুরা রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয় তরুণীকে, পুলিশকে জানিয়েছেন তিনি। কোনও ক্রমে মোবাইল এবং জিনিসপত্র নিয়ে তিনি পালানোর চেষ্টা করলে অশ্বজিৎ গাড়ির নিচে চাপা দিয়ে তাঁকে খুন করতে নির্দেশ দেয় ড্রাইভারকে, অভিযোগ তরুণীর। জখম অবস্থায় আধ ঘণ্টা রাস্তায় পড়েছিলেন তিনি। পরে এক পথচারী তাঁকে সাহায্য করেন। ডান পা ভেঙে গিয়েছে তরুণীর, সার্জারি হয়েছে এর মধ্যেই। সারা শরীরে কালশিটে। সব মিলিয়ে 'ট্রমা'-র মধ্যে তিনি। 


আরও পড়ুন:‘ধর্মীয় স্বাধীনতা বিপন্ন ভারতে, বিদেশের মাটিতেও হিংসা, মানবাধিকার লঙ্ঘন’, রিপোর্ট আমেরিকার