কলকাতা: ১ জুন বিশ্ব জুড়ে পালিত হয় বাবা মায়েদের দিন। পরিবারের চালনাশক্তি তাঁরা, তাঁরাই ধরে রাখেন এক একটি পরিবার, সংসারকে। ২০১২ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ এই দিনটি পালন করার কথা ঘোষণা করে।

পিতৃমাতৃ দিবস পালিত হয় সন্তানের প্রতি বাবা মায়ের জীবনভর আত্মদানের সম্মানে। সন্তানের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশে পিতা মাতার গুরুত্ব অসাধারণ।  আজকের দিনে কীভাবে শ্রদ্ধা জানাবেন বাবা মাকে? দেখে নিন কিছু উদ্ধৃতি

এমন এক অসাধারণ জীবন দেওয়ার জন্য আমি বরাবর তোমাদের মনে মনে ধন্যবাদ দিই কিন্তু এই দিনে আমি তোমাদের বাস্তবে ধন্যবাদ দিতে চাই, আমাকে আশীর্বাদ করার জন্য। শুভ পিতৃমাতৃ দিবস!

বাবা মায়ের ভালবাসা ও সমর্থন সন্তানকে সবরকম বাধা পার হতে সাহায্য় করে। ধন্যবাদ বাবা মা, আমাকে বরাবর সমর্থন করার জন্য। শুভ পিতৃমাতৃ দিবস!

শুভ পিতৃমাতৃ দিবস! শর্তহীন ভালবাসাই জীবনের সব থেকে বড় উপহার। ধন্যবাদ আমাকে এই উপহার দেওয়ার জন্য।

তোমরাই আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি জীবনে যা চেয়েছি, সবই তোমরা। শুভ পিতৃমাতৃ দিবস!

শুভ পিতৃমাতৃ দিবস! তোমরা শুধু বাবা মা নও, আমার বন্ধুও। তোমাদের ভালবাসা আর শক্তিই আমাকে আকাশে ওড়ার পাখা দিয়েছে।