পানাজি: আরও ১ মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত। মধ্যপ্রদেশ-কর্ণাটকের পর এবার গোয়া। করোনা আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত।
নিজেই ট্যুইট করে জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে চালাব কাজ, জানালেন প্রমোদ সাওয়ান্ত।


এদিন সকালে ৪৭ বছর বয়সী প্রমোদ সাওয়ান্ত ট্যুইট করে জানান যে তিনি অ্যাসিম্পটোম্যাটিক বা উপসর্গহীন। তাই হোম আইসোলেশনে নিজেকে বন্দি করে রেখেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সতর্কতা অবলম্বন করতে বলেছেন সাওয়ান্ত।





মঙ্গলবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ায় কোভিড-১৯ কেয়ার সেন্টারগুলির দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে বৈঠক করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। একদিন আগে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে, রাজস্ব মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি ও মোকাবিলা ব্যবস্থা খতিয়ে দেখেন।


গত বছর মার্চে মনোহর পর্রীকরের মৃত্যুর পর গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রমোদ সাওয়ান্ত। প্রসঙ্গত, দেশের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে করোনা পজিটিভ হলেন সাওয়ান্ত। এক আগে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ও হরিয়ানার মনোহর লাল খট্টর কোভিড পজিটিভ হয়েছিলেন।


গোয়াতে ১৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।