পানাজি (গোয়া): গোয়ায় সম্ভাব্য পালাবদলের ইঙ্গিত দিয়েছেন সঞ্জয় রাউত। কিন্তু শিবসেনা নেতার পূর্বাভাস উড়িয়ে গোয়ার বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী মনোহর অজগাঁওকর নিজের সরকারের স্থায়িত্ব সম্পর্কে নিঃসংশয় বলে জানিয়ে দিলেন। তিনি বলেছেন, গোয়ায় এখন একটা পোক্ত সরকার আছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত স্বপ্ন দেখছেন। সরকারের কাজ দেখে কংগ্রেসের দশ বিধায়ক দল ছেড়ে বিজেপিতে এসেছেন। বিজেপি সরকার শুধু মেয়াদই পূর্ণ করবে না, পরের মেয়াদেও ক্ষমতায় ফিরবে।
গোয়া ফরোয়ার্ড পার্টির (জিএফপি) সভাপতি বিজয় সরদেশাই শুক্রবার গোয়াতেও মহারাষ্ট্রে সরকার গড়া মহা বিকাশ আগাদি (কংগ্রেস-এনসিপি-শিবসেনা)-র ধাঁচে জোটের পক্ষে সওয়াল করেছেন। রাউতেরও দাবি, সরদেশাই তিন বিধায়ককে সঙ্গে নিয়ে শিবসেনার সঙ্গে জোট করতে চলেছেন। তিনি আাজ বলেন, গোয়া ফরোয়ার্ড পার্টি সভাপতি তথা গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই ও তিন বিধায়ক শিবসেনার সঙ্গে আঁতাত করছেন। গোয়ায় এক নতুন রাজনৈতিক ফ্রন্ট তৈরি হচ্ছে, ঠিক মহারাষ্ট্রের মতো। গোয়াতেও শীঘ্রই ম্যাজিক দেখা যাবে।
গত জুলাইয়ে সরদেশাই গোয়ায় প্রমোদ সাবন্তের নেতৃত্বাধীন বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন। সরদেশাই সহ তিন জেএফপি নেতা, এক নির্দল বিধায়ককে তাঁদের পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি গোয়া মন্ত্রিসভায় সামিল করা হয় গোয়া বিধানসভার প্রাক্তন বিরোধী নেতা চন্দ্রকান্ত কাভলেকর সহ দলছুট কংগ্রেসিদের ও এক বিজেপি নেতাকে। তারপরই ওই পদক্ষেপ করেন তিনি।
গোয়ায় সরকার মজবুত, উনি ‘স্বপ্ন দেখছেন’! সঞ্জয় রাউতের দাবি ওড়ালেন উপমুখ্যমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
29 Nov 2019 05:53 PM (IST)
গোয়া ফরোয়ার্ড পার্টির (জিএফপি) সভাপতি বিজয় সরদেশাই শুক্রবার গোয়াতেও মহারাষ্ট্রে সরকার গড়া মহা বিকাশ আগাদি (কংগ্রেস-এনসিপি-শিবসেনা)-র ধাঁচে জোটের পক্ষে সওয়াল করেছেন। রাউতেরও দাবি, সরদেশাই তিন বিধায়ককে সঙ্গে নিয়ে শিবসেনার সঙ্গে জোট করতে চলেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -