পানাজি: করোনা রোগীদের চিকিৎসায় এবার হাত ধরাধরি করে চলবে অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদ। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, করোনা রোগীদের এবার এই দু’ভাবেই চিকিৎসা চলবে।

গোয়ার মুখ্যমন্ত্রী নিজে একজন আয়ুর্বেদ চিকিৎসক। রাজ্যের বিভিন্ন এলাকায় বেশ কিছু মানুষ করোনা সন্দেহে কোয়ারান্টাইনে রয়েছেন। আবার যাঁদের করোনা সংক্রমণ হয়েছে, তাঁরা ভর্তি হাসপাতালে। করোনার এখনও কোনও ওষুধ তৈরি হয়নি, ফলে ঠিক কোন পদ্ধতিতে চিকিৎসা করলে মৃত্যু মিছিল রোখা যাবে তা বিশ্বের তাবড় চিকিৎসকরাও বুঝে উঠতে পারছেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে গোয়া এবার অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদের মত সম্পূর্ণ ভিন্ন দুই ধারা মিলিয়ে দিতে চাইছে। গোয়াই প্রথম রাজ্য যেখানে এই অপ্রচলিত পদ্ধতিতে শুরু হচ্ছে করোনা  মোকাবিলা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুর্বেদে যদি করোনা সারানো নাও যায়, আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তা অবশ্যই বাড়াতে পারবে।  যে চিকিৎসকরা করোনা রোগীদের চিকিৎসা করছেন, তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোবে গোটা প্রক্রিয়া।

গোয়ায় এখনও পর্যন্ত ৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে, ১ জন সুস্থ হয়ে উঠেছেন।