কলকাতা: সাহারা মরুভূমি থেকে উঠে এসেছে বিশাল ধুলো ঝড়। ৫,০০০ মাইল পথ পেরিয়ে ঢেকে ফেলেছে আমেরিকার একাংশ।


এই ধুলো ঝড়ের পথ মেপে চলেছে নাসা। তারা বলেছে, আটলান্টিক পেরিয়ে এভাবে আমেরিকায় ঝড় এসে পড়া নতুন কিছু নয় কিন্তু এটা বিরাট। পরিবেশবিদরা ৩,৫০০ মাইল দীর্ঘ এই মেঘের নাম দিয়েছেন গডজিলা ধুলো মেঘ। নাসা যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে উঠে আসা ধুলো আটলান্টিক, ক্যারিবিয়ান সাগর পেরিয়ে ঢুকে যাচ্ছে মেক্সিকো উপকূলে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মেটিওরলোজিস্ট প্যাট্রিক ব্লাড বলেছেন, প্রতি গ্রীষ্মে এই ধুলো ঝড় তৈরি হয়। অত্যন্ত শুষ্ক এই বাতাস, ছোট্ট ছোট্ট ধূলিকণায় ভর্তি। গত ৫০ বছরে এমন ঘন ধুলো ঝড় আর হয়নি বলে পরিবেশবিদরা জানিয়েছেন।

আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই ঝড় আমেরিকায় থাকবে ফলে টেক্সাস, ফ্লোরিডা ও অন্যান্য প্রদেশের বাতাসের গুণমান আরও খারাপ হবে। এই সব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা সাম্প্রতিককালে বেড়ে গিয়েছে। বায়ু দূষণের সঙ্গে করোনা সম্পর্ক থাকার প্রমাণ মিলেছে বলে বস্টন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট হেলথের অধ্যাপক গ্রেগরি ওয়েলেনিয়াস জানিয়েছেন।