নয়াদিল্লি: সীমান্তে যারা চোখ তুলে তাকিয়েছে, যোগ্য জবাব পেয়েছে। ফের একবার মনে করিয়ে দিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ভারত বন্ধুত্বর পাশাপাশি চোখে চোখ রেখে জবাবও দিতে পারে। সীমান্তে যারা চোখ তুলে তাকিয়েছে, যোগ্য জবাব পেয়েছে। প্রতিবেশীর আচরণও দেখেছি আমরা। সেই আচরণের উত্তরে প্রতিরোধ করেছি আমরা।
বিদেশি, বিশেষ করে চিনা পণ্য ব্যবহার বর্জন করে দেশীয় পণ্যকে গুরুত্ব দিতে দেশবাসীকে আহ্বান করেন মোদি। বলেন, ‘দেশে তৈরি জিনিস কিনবে দেশবাসী, এমন বার্তাও পাচ্ছি। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে ভারত। দেশীয় জিনিস কিনলে দেশেরই সেবা করবেন আপনারা। এর ফলে আমাদের দেশ মজবুত হবে। আমরা যত শক্তিশালী হব, বিশ্বজুড়ে শান্তি আসবে।