ট্রেন্ডিং

দিল্লি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দিয়েছে তারা ! 'পাক গুপ্তচর' সন্দেহে এবার গ্রেফতার মহম্মদ তুফায়েল ও মহম্মদ হারুন

"অন্ততপক্ষে ২টি তলা ভাঙুন,'' জয়ন্ত সিংহের বাড়ি ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতির

বছর ১২-র বালকের মাথার উপর দিয়ে উঠে গেল বালি বোঝাই লরির চাকা ! দূরে ছিটকে পড়ল সাইকেল, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়..

মাত্র ৪ মিনিটের চার্জে এই স্মার্টওয়াচ চলবে প্রায় ৪ দিন ! বোটের নতুন স্মার্টওয়াচের দাম কত?

পুরানোদের সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, জন বার্লার নিশানায় কে?
'পহেলগাঁওকাণ্ডের হত্যাকারীরা কোথায় ? ', ভারতের প্রত্যাঘাত নিয়ে মোদির হুঙ্কারের পর পাল্টা জয়রাম
'ভারত যেমন বন্ধু হতে পারে, তেমন চোখে চোখ রেখে জবাবও দিতে পারে', মন কি বাত-এ চিনকে হুঁশিয়ারি মোদির
"প্রতিবেশীর আচরণও দেখেছি আমরা, সেই আচরণের উত্তরে প্রতিরোধ করেছি আমরা..."
Continues below advertisement

নয়াদিল্লি: সীমান্তে যারা চোখ তুলে তাকিয়েছে, যোগ্য জবাব পেয়েছে। ফের একবার মনে করিয়ে দিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।
Continues below advertisement
রবিবার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ভারত বন্ধুত্বর পাশাপাশি চোখে চোখ রেখে জবাবও দিতে পারে। সীমান্তে যারা চোখ তুলে তাকিয়েছে, যোগ্য জবাব পেয়েছে। প্রতিবেশীর আচরণও দেখেছি আমরা। সেই আচরণের উত্তরে প্রতিরোধ করেছি আমরা।
বিদেশি, বিশেষ করে চিনা পণ্য ব্যবহার বর্জন করে দেশীয় পণ্যকে গুরুত্ব দিতে দেশবাসীকে আহ্বান করেন মোদি। বলেন, ‘দেশে তৈরি জিনিস কিনবে দেশবাসী, এমন বার্তাও পাচ্ছি। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে ভারত। দেশীয় জিনিস কিনলে দেশেরই সেবা করবেন আপনারা। এর ফলে আমাদের দেশ মজবুত হবে। আমরা যত শক্তিশালী হব, বিশ্বজুড়ে শান্তি আসবে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে