চেন্নাই: দীর্ঘদিন বেকার ছিলেন। জীবন নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, চাকরি পেলে তাঁকেই জীবন উৎসর্গ করবেন। ঠিক তাই করলেন কন্যাকুমারীর এক বাসিন্দা। ব্যাঙ্কে চাকরি পাওয়ার পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
মৃতের নাম সি নবীন, বয়স ৩২। তিনি থাকতেন কন্যাকুমারীর এল্লুভিল্লাইতে। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক নবীন বেশ কয়েক বছর বেকার ছিলেন। মরিয়া হয়ে উঠে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেন, চাকরি পেলে তাঁকে সমর্পণ করবেন নিজের জীবন। অবশেষে গত মাসের শুরুতে একটি নামী ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পান নবীন। কয়েক সপ্তাহ কাজ করার পর বৃহস্পতিবার তিনি বিমান ধরে তিরুঅনন্তপুরম আসেন। সেখান থেকে যান মার্থান্দমে, এক বন্ধুর সঙ্গে দেখা করেন। বাসে যান নাগেরকয়েল। তারপর রাজাক্কমঙ্গলম ব্লকের পুথেরি গ্রামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে লেখা, যিনি আমাকে চাকরি দিয়েছেন সেই ভগবানের কাছে যাচ্ছি।
শুক্রবার তাঁর দেহ উদ্ধার করে রেল পুলিশ। কন্যাকুমারী সরকারি মেডিক্যাল কলেজে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
‘যিনি কাজ দিলেন, তাঁর কাছে যাচ্ছি’, দীর্ঘদিন বেকার ছিলেন, চাকরি পেয়ে আত্মহত্যা করলেন তামিলনাড়ুর এই ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2020 10:26 AM (IST)
তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে লেখা, যিনি আমাকে চাকরি দিয়েছেন সেই ভগবানের কাছে যাচ্ছি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -