নয়াদিল্লি: সম্ভবত শিগগিরই দেশের বাজারে আসতে চলেছে করোনা টিকা। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে করোনা টিকা বিলি করার জন্য থ্রি টিয়ার সিস্টেম তৈরির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বলেছেন, এই টিকা কবে বাজারে আসছে তা নিয়ে যেন কোনও জল্পনা না ছড়ায়।


চিঠিতে ভূষণ লিখেছেন, ১ বছর ধরে চলবে এই টিকা বিলি, প্রথমে দেওয়া হবে স্বাস্থ্য়কর্মীদের, তারপর পাবেন অন্যান্যরা। এ জন্য কেন্দ্র তৈরি করতে চলেছে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম বা সিভিবিএমএস। এর ফলে মসৃণভাবে টিকা বিলি হবে, স্বাস্থ্যকর্মীদের ডেটাবেস আপডেট করা সংক্রান্ত কাজের জন্য তৈরি হবে একাধিক কমিটি। জানা যাচ্ছে, এই থ্রি টিয়ারের মধ্যে থাকবে একটি স্টেট স্টিয়ারিং কমিটি, এর মাথায় থাকবেন মুখ্য় সচিব, একটি স্টেট টাস্ক ফোর্স, মাথায় থাকবেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ও একটি জেলা টাস্ক ফোর্স, যার মাথায় থাকবেন জেলা শাসক। স্টেট স্টিয়ারিং কমিটিকে বৈঠকে বসতে হবে মাসে অন্তত একবার, স্টেট টাস্ক ফোর্সকে ১৫ দিনে অন্তত একবার ও জেলা টাস্ক ফোর্সকে সপ্তাহে অন্তত একবার।

জানা যাচ্ছে, প্রাথমিকভাবে অল্প অল্প করে বিলি শুরু হবে এই করোনা টিকা, কোন কোন গোষ্ঠীকে তা আগে দেওয়া হবে তা ঠিক করা হবে গুরুত্ব বুঝে। তারপর পাবেন বাকি সকলে।

বিভিন্ন করোনা টিকার এখন শেষ পর্যায়ের ট্রায়াল চলছে, তাই সরকারের আশা, শিগগিরই চূড়ান্ত টিকা প্রয়োজনীয় ছাড়পত্র পেতে পারে। ভারতে এই মুহূর্তে চারটি করোনা টিকার নানা পর্যায়ের পরীক্ষা চলছে। এগুলির মধ্যে দুটি এ দেশে তৈরি হয়েছে, বাকি দুটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশীয় ওষুধ কোম্পানিগুলি।