নয়াদিল্লি: লকডাউনের জেরেই সম্ভবত, সোনার দর এখন আকাশছোঁয়া। ১০ গ্রাম সোনার দাম আজ যাচ্ছে ৪৫,৯০৯ টাকা করে। সকালে সোনার ব্যবসায় গতি আসে, দামও বেড়ে যায় গত সপ্তাহের তুলনায় এক শতাংশ।


এর মানে অবশ্য এমন নয় যে গত সপ্তাহে সোনার দাম কম ছিল। তখনও রেকর্ড করেছিল দাম। ১০ গ্রাম সোনা যাচ্ছিল ৪৫,৭২৪ টাকা করে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা,রুপো ব্যবসায় দারুণ গতি এসেছে। প্রতি কেজি রুপোর দাম এখন যাচ্ছে ৪৩,৬৭০ টাকা করে। আন্তর্জাতিক বাজারেও সোনা, রুপোর দাম ঊর্ধ্বমুখী। সোনা যাচ্ছে আউন্স পিছু ১৬৮৬.৮২ ডলার করে আর রুপো ১৫.৪০ ডলার প্রতি আউন্স করে।

অবশ্য স্পট মার্কেট করোনার জেরে এখন বন্ধ। বন্ধ সোনা, রুপোর ব্যবসাও। তা সত্ত্বেও সোনার দাম রোজই আরোহণ করছে নতুন নতুন শৃঙ্গ।