১০ গ্রাম সোনার দাম ৫০০ টাকার বেশি বাড়ল, রুপোর দাম বাড়ল প্রায় হাজার টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jun 2020 05:00 PM (IST)
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম এখন এক সপ্তাহের মধ্যে সব থেকে বেশি। তবে ২ তারিখ দাম সর্বাধিক হওয়ার পর স্পট গোল্ডের দাম এখন ০.২ শতাংশ কমে ১,৭৩২.৫৬ ডলার প্রতি আউন্স হয়েছে।
নয়াদিল্লি: ঘরোয়া বাজারে ফের বেড়ে গেল সোনারুপোর দাম। সোনার দাম ২০ গ্রামে ৫৫০ টাকা বেড়েছে, হয়েছে ৪৭,১৫৭ টাকা। রুপোর দামও বেড়েছে ১০ গ্রামে ৯৫০ টাকার মত। মিন্ট অনুযায়ী মে মাসে সোনার দাম বেড়ে হয়েছিল ১০ গ্রামে ৪৮,০০০ টাকা। দিল্লিতে এখন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৪৫,৭০০ টাকা, চেন্নাইতে ১০ গ্রাম সোনার দাম ৪৪,৯৪০ টাকা আর মুম্বইতে ৪৪,৯৫০ টাকা। সোমবার শুরু হয়েছে সভারেন গোল্ড বন্ডের তৃতীয় কিস্তির সাবস্ক্রিপশন। শেষ হবে ১২ তারিখ। সভারেন গোল্ড বন্ডের ইস্যু প্রাইলস ঠিক হয়েছে ৪,৬৭৭ টাকা, প্রতি গ্রাম সোনা পিছু। তবে অনলাইনে আবেদন ও পেমেন্ট করলে ৫০ টাকা ডিসকাউন্ট পাবেন। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম এখন এক সপ্তাহের মধ্যে সব থেকে বেশি। তবে ২ তারিখ দাম সর্বাধিক হওয়ার পর স্পট গোল্ডের দাম এখন ০.২ শতাংশ কমে ১,৭৩২.৫৬ ডলার প্রতি আউন্স হয়েছে।