শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগামে মোতায়েন সিআরপিএফের ২৮ জওয়ান করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বলে জানা গিয়েছে। বাহিনীর কর্তারা জানিয়েছেন, গত ৬ জুন মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৪ বছর বয়সি এক কনস্টেবলের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, সন্ধান করতে নেমে ওই ২৮ জনের হদিস পাওয়া গিয়েছে, যাঁদের টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরাও ভাইরাস সংক্রামিত হয়েছেন।
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কর্তারা জানিয়েছেন, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ওই মৃত কনস্টেবল যে ৯০ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন, তাদের ৭৫ জন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ২৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের সবাইকে আলাদা করে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ২৮ জনের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। জওয়ানদের কোভিড-১৯ উপসর্গের মতো সমস্যা, অসুস্থতা দেখা গেলেই কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
দক্ষিণ কাশ্মীরের উরানহলে ওই ব্যাটালিয়নের দপ্তর।
এখনও পর্যন্ত করোনাভাইরাসের হানায় চারজন জওয়ান মারা গিয়েছেন দেশের সবচেয়ে বড় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে, যার সদস্যসংখ্যা ৩.২৫ লক্ষ। এপর্যন্ত বাহিনীর ৫১৬টি কোভিড-১৯ সংক্রমণের খবর রয়েছে, সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। বুধবার বাহিনীর আরও কয়েকটি ইউনিট থেকে সাতটি করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।