ওয়াশিংটন: ভারতের প্রশংসায় সরব নিক্কি হেলিও। চিনা যোগ থাকা ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপুঞ্জে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত হেলি বলেছেন, নয়াদিল্লি চিনের আগ্রাসনের কাছে মাথা নত না করার প্রবণতা বহাল রেখেছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু ও ভারতে চিনা পণ্য় বয়কটের ডাকের পরিপ্রেক্ষিতে টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ গত সোমবার নিষিদ্ধ করেছে ভারত সরকার। দাবি করা হয়েছে, অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা ও জনজীবনে শৃঙ্খলারক্ষার পরিপন্থী কাজকর্ম করছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও ভারতের ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব, নিরাপত্তা, প্রতিরক্ষার স্বার্থেই অ্যাপগুলিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছেন।
হেলি বলছেন, দেখে ভাল লাগছে যে ভারত টিকটক সমেত চিনা মালিকানাধীন ৫৯টি জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করেছে। টিকটকের কাছে সবচেয়ে বড় বাজারগুলির অন্যতম ভারত। চিনা আগ্রাসনের কাছে মাথা নোয়াবে না, ভারত লাগাতার দেখিয়ে চলেছে।
হেলির আগে মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও ভারতের চিনা অ্য়াপ নিষিদ্ধ করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে ভারতের সার্বভৌমত্ব, জাতীয় সুরক্ষা চাঙ্গা হবে। কয়েকটি বিশেষ অ্যাপের ওপর ভারতের নিষেধাজ্ঞা স্বাগত। ভারতের স্বচ্ছ অ্যাপ রাখার দৃষ্টিভঙ্গি ভারতের সার্বভৌমত্ব, সংহতি, সুরক্ষা জোরদার হবে।