কলকাতা: চিনের ৫৯টি অ্যাপ বাতিলকে ‘ডিজিট্যাল স্ট্রাইক’ বলে আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, ভারত শান্তি চায়। তবে কেউ যদি ভারতের প্রতি খারাপ নজর দেয়, তাহলে যোগ্য জবাব দেওয়া হবে।


আজ এক ভার্চুয়াল জনসভায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে রবিশঙ্কর বলেছেন, ‘এখন দু’টি সি-র কথা শোনা যাচ্ছে। একটি হল করোনা ভাইরাস, আর অন্যটি হল চিন। আমরা শান্তি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। কিন্তু কেউ যদি কুনজর দেয়, তাহলে আমরা উপযুক্ত জবাব দেব। আমাদের যদি ২০ জন জওয়ান প্রাণ বিসর্জন দিয়ে থাকেন, তাহলে চিনের ক্ষতি দ্বিগুণ। আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, চিনের কতজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে, সেটা ওরা বলছে না।’

গত কয়েক বছরে দেশে জঙ্গি হামলার পর পাল্টা আঘাত হানার কথা উল্লেখ করে রবিশঙ্কর বলেছেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে, উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলার পর আমরা কীভাবে জবাব দিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী যকন বলছেন জওয়ানদের বলিদান বৃথা যাবে না, সে কথার তাৎপর্য আছে। আমাদের সরকারের প্রতিশ্রুতি পালন করার ইচ্ছাশক্তি আছে।’

রবিশঙ্কর আরও বলেছেন, ‘দেশের মানুষের তথ্য সুরক্ষিত রাখার জন্য ডিজিট্যাল স্ট্রাইক করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এক অদ্ভুত ঘটনা দেখতে পাচ্ছি। এর আগে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল, আমরা কেন চিনের অ্যাপগুলি নিষিদ্ধ করে দিচ্ছি না। এখন ওরা প্রশ্ন করছে, আমরা কেন অ্যাপগুলি নিষিদ্ধ করে দিলাম। এটা অদ্ভুত, ওরা কেন সঙ্কটের সময় সরকারের পাশে থাকতে পারে না?’

গতকালই বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান টিকটক নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে দাবি করেন। এরই পাল্টা সমালোচনা করলেন রবিশঙ্কর। ভারত-চিন সীমান্ত সংঘাতের বিষয়ে সিপিএমের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।