Google Year in Search: ২০২২ সাল- নক্ষত্রপতনের বছর। বহু প্রিয় শিল্পীদের হারিয়েছি আমরা। শুধু তাই নয়, এই বছর বেশ কিছু আকস্মিক ঘটনাও ঘটেছে। বছর শেষে তাই ঘটনাবহুল ২০২২- এর সেরা Google Search দেখে নেওয়া যাক একনজরে। বছরভর কোন কোন খবর গুগল সার্চে ইউজাররা সবচেয়ে বেশি খুঁজেছেন সেই তালিকাই রইল।
লতা মঙ্গেশকরের মৃত্যু- বছরের শুরুর দিকেই ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয়েছিল তাঁর। ভারত সরকার তাঁকে ‘ভারতরত্ন’, ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করেছে। বাংলা, হিন্দি, মারাঠি-সহ প্রায় ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর।
সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড- চলতি বছরে বিতর্কের সৃষ্টি করেছে সঙ্গীতশিল্পী ও নেতা সিধু মুসেওয়ালার মৃত্যু। পঞ্জাবের মানসা জেলায়, নিজের গ্রাম জাওয়ারে খুন হয়েছিলেন সিধু। ঘটনার দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। চালকের আসনে ছিলেন নিজেই। সঙ্গে ছিলেন দুই বন্ধু। পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় তিন দিক থেকে তিনটি গাড়ি এসে সিধুকে ঘিরে ফেলে। তার পর এলোপাথাড়ি সাত রাউন্ড গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। আত্মরক্ষার কোনও সুযোগই পাননি সিধু। গাড়িতেই মৃত্যু হয় তাঁর। গুলিবিদ্ধ হন তাঁর দুই বন্ধুও। পরে তদন্তে জানা যায়, এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর। পরবর্তীকালে তাদের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছিল এই ঘটনার পিছনে তাদেরই দায় রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ- ২০২২ সালের অন্যতম সর্বনাশা ঘটনা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার বারংবার কোনওমতে যুঝে নিতে পারলেও বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে জেলেনস্কির দেশ। তুলনায় কম হলেও ক্ষতির সম্মুখীন হয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়াও।
উত্তর প্রদেশ ভোটের ফলাফল- উত্তরপ্রদেশে ইতিহাস সৃষ্টি করে টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন যোগী আদিত্যনাথ। তাঁর মন্ত্রিসভায় রয়েছেন ৫ মহিলা ও এক মুসলিম মন্ত্রী।
ভারতে কোভিড ১৯ প্রভাব- ২০২২ সালেও করোনার আতঙ্ক থেকে বেরোতে পারেননি ভারতবাসী। তাই Covid 19 Case- নিয়ে গুগল সার্চ অব্যাহত থেকেছে।
শেন ওয়ার্নের মৃত্যু- ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে এই বছর ৪ মার্চ। তাইল্যান্ডের কো সামুইয়ে নিজের ভিলাতেই শেন ওয়ার্নের মৃত্যু হয়েছিল।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু- গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে ৯৬ বছর বয়সে জীবনাবসান হয় তাঁর।
প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে- কলকাতায় শো করতে এসে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী কে কে। গত ৩১ মে মৃত্যু হয়েছিল তাঁর। নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছিল। কে কে- র এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন সকলেই।
হর ঘর তিরঙ্গা- ভারতের স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছরের পূর্তি। সেই উপলক্ষে এই বছর আয়োজন ছিল একটি বিশেষ প্রকল্পের। নাম, 'হর ঘর তিরঙ্গা'। স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হয়েছিল।
বাপি লাহিড়ির মৃত্যু- গত ১৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপি লাহিড়ি। মুম্বইতে মৃত্যু হয়েছিল তাঁর।