Tech Tips: রাস্তায় গাড়ি চালালে ঝুঁকি থাকবেই। সেই ক্ষেত্রে সামান্য ভুলের বড় মাশুল চোকাতে হতে পারে আপনাকে। মনে রাখবেন, গতি বাড়লেই আপনার চালান কেটে নেওয়া হয় অনলাইনে। কেবল বড় শহর নয়, মহাসড়ক, টোল প্লাজা এমনকী ঘরে বসেই নজরদারি চালানো যায় আপনার গাড়িতে। যেকারণে আপনার গাড়ির গতি বেশি হলে চালান পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। এখন আপনি Google- স্পিডোমিটার বৈশিষ্ট্যের সাহায্যে এই ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। জেনে নিন, কীভাবে এই অ্য়াপটি ব্যবহার করবেন।


Google Speedometer Feature: গুগল স্পিডোমিটার আসলে কী ?


গুগল স্পিডোমিটার হল গুগলের একটি অন্যতম বৈশিষ্ট্য। যা আপনি গাড়ির মিটার নষ্ট হয়ে গেলে মিটার হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেক সময় হঠাৎ করে গাড়ির মিটারে এমন কিছু ত্রুটি দেখা দেয়, যে কারণে গাড়ির গতি সম্পর্কে আপনি ধারণা করতে পারেন না। সেই ক্ষেত্রে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য চালান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যার সমাধানে গুগল স্পিডোমিটার আপনাকে সাহায্য করে।


Tech Tips: স্পিডোমিটার সতর্কবার্তা দেয়


এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে আপনাকে গাড়িতে গতির সীমা সেট করতে হবে। একবার আপনি গাড়ি চালানোর সময় গতিসীমা অতিক্রম করলেই এই অ্যাপ আপনাকে সতর্ক করতে থাকবে। এর সঙ্গে মোবাইলের স্ক্রিনের রঙও বদলে যাবে। আপনি স্পিডোমিটারের সতর্কবার্তা দেখেই গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই পরিস্থিতিতে আপনার অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা বা চালান কাটা হবে না। মনে রাখবেন, আপনার পরিবারের ও পথচারীদের স্বার্থে সবসময় নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান। এতে আপনার পাশাপাশি অন্যরাও রাস্তায় সুস্থভাবে গাড়ি চালাতে পারবে।


Google Speedometer: কীভাবে স্পিডোমিটার ডাউনলোড করবেন


১ এই অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করুন।
২ অ্যাপটি খুলুন ও গুগল ম্যাপ প্রোফাইলে ক্লিক করুন।
৩ আপনার ন্যাভিগেশন সেটিংস খুলতে নিচের অংশে সেটিংসে ক্লিক করুন৷
৪ এখন আপনি ড্রাইভিং অপশন পাবেন। এতে যান ও স্পিডোমিটারে ক্লিক করুন।
৫ এখানে আপনি এই বৈশিষ্ট্যটি চালু বা বন্ধ করার বিকল্প পাবেন।
৬ আপনি যদি এটি সক্রিয় করে থাকেন, তাহলে নিজের মতো করে গতিসীমা সেট করুন ও এটি ব্যবহার করুন।


আরও পড়ুন : Maruti Suzuki: জানুয়ারি থেকেই দাম বাড়াবে মারুতি, এইসব মডেলের মূল্যবৃদ্ধি হবে