বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে গুগল-এর অফিসের এক কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। গুগল জানিয়েছে, তাদের বেঙ্গালুরু অফিসের এক কর্মীর শরীরে কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওই অফিসের সব কর্মীকে আজ বাড়ি বসেই কাজ করার নির্দেশ দিয়েছে গুগল। এক বিবৃতিতে সংস্থা বলেছে, আমরা নিশ্চিত হয়েই বলছি, আমাদের বেঙ্গালুরু অফিসের এক কর্মীর কোভিড-১৯ সংক্রমণ হয়েছে। কোনও লক্ষণ ফুটে ওঠার আগে ওঁরা কয়েক ঘন্টার জন্য বেঙ্গালুরুর এক অফিসে ছিলেন। সেই থেকে ওই কর্মীকে কোয়ারান্টাইন করা হয়েছে। বাকি কর্মীদের বলা হয়েছে, যাঁরা ওই কর্মীর সংস্পর্শে এসেছেন, তাঁরাও যেন নিজেরা কোয়ারান্টাইনে চলে যান, শরীরের দিকে নজর রাখেন। বিবৃতিতে বলা হয়েছে, অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে গিয়ে আমরা বেঙ্গালুরুর ওই অফিসের কর্মীদের শুক্রবার বাড়িতে থেকে কাজ করতে বলেছি। প্রত্যেকের শরীর, সুরক্ষাকে আমরা অগ্রাধিকার দিই, তাই জনস্বাস্থ্য সংক্রান্ত কর্মীদের পরামর্শ মেনে আমরা যাবতীয় দরকারি আগাম সাবধানতামূলক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি। প্রসঙ্গত, দুনিয়াব্য়াপী হু হু করে সংক্রমণ বাড়ছে করোনাভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) একে অতিমারী বলে ঘোষণা করেছে। চিনের য়ুহান থেকে সূত্রপাত হওয়ার পর বিশ্বের ১০০-র বেশি দেশে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। আক্রান্ত ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। মৃত প্রায় ৫ হাজার। ভারতে সত্তরের ওপর লোক এতে সংক্রামিত হয়েছেন। মারা গিয়েছেন একজন।