নয়াদিল্লি: করোনার জেরে ২১ দিনের লকডাউনে গোটা দেশ। এর মধ্যে বিপদে পড়া মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এল গুগল ম্যাপ। এর সাহায্যে কাছাকাছি হোম শেল্টার ও ফুড শেল্টার খুঁজে পাওয়া যাবে। দেশের ৩০টি শহরে আপাতত এই পরিষেবা মিলছে।
গুগল ম্যাপের এই নয়া ফিচার লকডাউনে ফেঁসে যাওয়া ক্ষুধার্ত আশ্রয়হীন মানুষকে আশ্রয় পেতে সাহায্য করবে। এই সব আশ্রয় কেন্দ্রের ঠিকানা খুঁজতে গুগল কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সাহায্য নেওয়া হচ্ছে। এখন অবশ্য শুধু ইংরেজিতেই এই সাহায্য মিলছে, শিগগিরই হিন্দিতেও পাওয়ার কথা। এ ব্যাপারে কাজ করছে গুগল। তবে এই অ্যাপ ব্যবহার করতে আপনার ফোনে গুগল ম্যাপ থাকতে হবে। গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল সার্চেও এই পরিষেবা মিলবে।
এর ফলে অবশ্য প্রশ্ন উঠেছে, যাঁর আশ্রয় ও খাবার আবশ্যক, তাঁর কাছে কি স্মার্টফোন থাকা সম্ভব? এ ব্যাপারে ভাবা উচিত গুগলের।
লকডাউনের মধ্যে খাবার, আশ্রয় খুঁজছেন? সাহায্যে রয়েছে গুগল ম্যাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2020 02:47 PM (IST)
এর ফলে অবশ্য প্রশ্ন উঠেছে, যাঁর আশ্রয় ও খাবার আবশ্যক, তাঁর কাছে কি স্মার্টফোন থাকা সম্ভব? এ ব্যাপারে ভাবা উচিত গুগলের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -