ইরফান ট্যুইট করেছিলেন, যতক্ষণ লোকজন শব্দবাজি না পোড়াচ্ছিল, ততক্ষণ পর্যন্ত বেশ ভালো ছিল।
এই ট্যুইটের পর ইউজারদের একাংশ ইরফানকে ট্রোল করতে শুরু করেন। এরমধ্যে অনেকেই কটু শব্দও ব্যবহার করেন। এ ধরনের প্রতিক্রিয়ায় খুবই হতাশ ভারতীয় দলের প্রাক্তন পেসার। এ ধরনের কয়েকটি প্রতিক্রিয়া একসঙ্গে করে ছবি ট্যুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, উই নিড ফায়ার ট্রাকস ক্যান ইউ হেল্প? টুইটার ইন্ডিয়া
এক ইউজার তাঁকে এ ধরনের ট্রোল উপেক্ষা করার পরামর্শ দেন। এর জবাবে কমেন্টস সেকশনে ইরফান লিখেছেন, লোকে কী বলছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমাকে যাঁরা চেনেন, তাঁরা আমার চরিত্র সম্পর্কে জানেন। কিন্তু এই বিদ্বেষ বন্ধ হওয়া উচিত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গত রবিবার বাড়ির আলো বন্ধ করে মোমবাতি ও দ্বীপ জ্বেলেছেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেট তারকারাও।
গত ৩ এপ্রিলের ভাষণে প্রধানমন্ত্রী ৫ এপ্রিল রাত নয়টায় নয় মিনিটের এক যোগে দ্বীর জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে সবাই যে একযোগে লড়াই করছে, কেউ একা নয়, এই বার্তা দিতেই আলো জ্বালানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।