নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে সম্মান জানাল গুগলও। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে সম্মান জানাতে ডুডলে স্থান দিল গুগল। ডুডলে জায়গা পেয়েছে রাষ্ট্রপতি ভবন। হ্যান্ড-কাট পেপার দিয়ে তৈরি হয়েছে এটি।
স্রষ্টা কে?
আহমদাবাদের বাসিন্দা শিল্পী পার্থ কোঠেকার (Parth Kothekar) তৈরি করেছেন এই শিল্পকর্মটি।
কী হয়েছে ওই ডুডলে?
গুগলের ওই ডুডলে জায়গায় পেয়েছে রাষ্ট্রপতি ভবন। ওই শিল্পকর্মটিতে ২৬ জানুয়ারির প্যারেডের একটি অংশ। দেখানো হয়েছে ইন্ডিয়া গেট। নিরাপত্তারক্ষীদের প্যারেড।
কতক্ষণ ধরে তৈরি:
সংবাদসংস্থা সূত্রে খবর, শিল্পী জানিয়েছেন গোটা আঁকাটি আঁকতে ৪ দিন ৬ ঘণ্টা সময় লেগেছে। গুগলের তরফে ডুডল হিসেবে এই আঁকা বাছাই হওয়ার খবর 'গায়ে কাঁটা দেওয়ার মতো'। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন, 'আমি কখনও ভাবিনি এমন সুযোগ আমি পাব। আমি চেয়েছিলাম ভারতের বহুত্ববাদকে একটি আঁকার মধ্যে আনতে। যাতে দর্শক সেই বিষয়টি বুঝতে পারেন।'
১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান তৈরি করে সংবিধান সভা। তারপরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি বলবৎ হয় সংবিধান। সেই সময় থেকেই ভারত সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র পরিচয়ে আত্মপ্রকাশ করে। তিনটি জাতীয় ছুটি দিবসের একটি হল প্রজাতন্ত্র দিবস।
প্রতিবছর, প্রজাতন্ত্র দিবস উদযাপনের অন্যতম অংশ হল বর্ণাঢ্য কুচকাওয়াজ। দেশের নিরাপত্তারক্ষীবাহিনী শৌর্য প্রদর্শন করে। এই দিনের অনুষ্ঠানে প্রথা অনুযায়ী বিদেশের কোনও রাষ্ট্রপ্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই বছর প্রধান অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসি।
সকাল ১০টা ০৫ মিনিটে ওয়ার মেমোরিয়ালে পৌঁছন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ২২মিনিটে কর্তব্য পথে পৌঁছলেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ২৫ মিনিটে কর্তব্য পথে পৌঁছলেন উপরাষ্ট্রপতি। সকাল ১০টা ২৭ মিনিটে প্রধান অতিথি রাষ্ট্রপতির আগমন। সকাল সাড়ে দশটা নাগাদ কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়েছে। তিন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি।
দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে বাংলার ট্যাবলো। এবারের থিম দুর্গাপুজো। রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা। কলকাতাতেও ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন। কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কোন টিকার বুস্টার ডোজে সবচেয়ে বেশি সুরক্ষা? চমকপ্রদ তথ্য ভারতীয় গবেষণায়