বাঁকুড়া: প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা বৈঠকে কেন্দ্র রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।


তাঁর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বকেয়া জিএসটি-র পরিমাণ ৮ হাজার ৫০০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলার প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


রাজ্য কোভিড মোকাবিলায় ইতিমধ্যেই প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ করেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, কেন্দ্র দিয়েছে মাত্র ১৯৩ কোটি টাকা।


রাজনৈতিক দেখনদারি, সমাবেশের পাল্টা সমাবেশকে এড়ানোর পক্ষে মত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।


মুখ্যমন্ত্রীর দাবি, একের পর এক উৎসব এবং শহর-শহরতলিতে লোকাল চালু হলেও, রাজ্য সফলভাবে সক্রিয় রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমাতে সফল হয়েছে। বেড়েছে সুস্থতার সংখ্যা।