কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL 2023) দাপুটে পারফরম্যান্সে সাদার্ন সমিতিকে (Southern Samity) পরাজিত করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ব্যারাকপুর স্টেডিয়ামে সাদার্নের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল সাদা কালো ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে মহামেডান। ১৫ মিনিটে অভিজিৎ সরকার মহামেডানের হয়ে প্রথম গোলটি করেন ও ৩৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে ডেভিডের পা থেকে। এই নিয়ে টুর্নামেন্টে তাঁর অষ্টম গোল হয়ে গেল। 


দলের পারফরম্যান্সে খুশি মহামেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুও। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহামেডান কোচ বলেন, 'সাদার্নের বিরুদ্ধে আজকের ম্যাচে ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে। আমরা অত্যন্ত গর্বিত। গোটা দলের এই দুর্দান্ত ফুটবল ও খেলোয়াড়দের দারুণ মনোভাব আমাদের আজকের ম্যাচে জয় এনে দিয়েছে। আশা করছি আমরা ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করব।'


লিগ তালিকায় নীচের দিকে থাকা সাদার্ন সমিতির বিরুদ্ধে এদিন শুরু থেকেই ম্যাচে নিজেদের দাপট বজায় রেখেছিল মহামেডান। ম্যাচের মাত্র চার মিনিটের মাথাতেই গোলের সহজ সুযোগ পেয়েছিলেন বিকাশ। তবে কার্যত ফাঁকা গোলে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি। সাদার্ন যখনই ম্যাচে মহামেডানকে চাপে ফেলার জোর চেষ্টা করে, তখনই অভিজিৎ-এর গোলে এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড। মিনিট দশেক পরে দলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও, তা হাতছাড়া করেন অভিজিৎ।


৩৭ মিনিটে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া সাদার্নকে দ্বিতীয় ধাক্কাটি দেন ডেভিড। লিগ তালিকায় সাতে থাকা সাদার্নের রক্ষণের গলদের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে মহামেডানের হয়ে ডেভিড গোলের সুযোগ পান। হু হু করে সাদার্ন গোল লক্ষ্য করে  আক্রমণ গড়ে তোলে মহামেডান। তবে তৃতীয় গোলের দেখা পাননি তাঁরা। ম্যাচের শেষের দশ মিনিটে আক্রমণের ঝড় তোলার চেষ্টা করে সাদার্ন। তবে মহামেডানও অনায়াসেই ৮৭ মিনিটে তৃতীয় গোলটি পেয়েই যেতে পারত।


শেষমেশ দুরন্তভাবে বল গোললাইন থেকে ক্লিয়ার করেন সাদার্ন ফুটবলাররা। ম্যাচের শেষের দিকে ইনজুরি টাইমে হ্যান্ড বলের আপিল করা হলেও, পেনাল্টি হয়নি। ঝামেলায় জড়ান দুই দলের ফুটবলাররা। কার্ডও দেখানো হয়। তবে ম্যাচের স্কোরলাইন বদলায়নি। ২-০ জয় পায় মহামেডান স্পোর্টিং।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইউরোপ ছাড়লেও সেরা খেলোয়াড়ের দৌড়ে মেসি, লড়াই দুই ম্যান সিটি তারকার সঙ্গে