নয়াদিল্লি: করোনাভাইরাসে এখনও পর্যন্ত ৪ জন এ দেশে প্রাণ হারিয়েছেন, আক্রান্ত ২০০ ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে করোনা নিয়ে একটি হোয়াটঅ্যাপ নম্বর প্রকাশ করল কেন্দ্র, এর নাম দেওয়া হয়েছে মাইজিওভি করোনা হেল্পডেস্ক। এছাড়া প্রকাশ্যে এসেছে একটি ন্যাশনাল হেল্পলাইন নম্বর, ১০৭৫। ২৪ ঘণ্টা বিনা চার্জে এতে ফোন করা যাবে।


হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯০১৩১৫১৫১৫। এই নম্বরে যোগাযোগ করলে ন্যাশনাল ফার্মাসিউক্যাল প্রাইসিং অথরিটির সাহায্যে করোনাভাইরাস সংক্রান্ত নানা প্রশ্নের জবাব পেতে পারেন। মাইজিওভিইন্ডিয়া-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডলে এ ব্যাপারে জানানো হয়েছে।


দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৯৫, এঁদের মধ্যে ২৫ জন বিদেশি নাগরিক। ৪ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ২০ জনকে। এখনও অন্তত ১৫০ জনের দেশের নানা হাসপাতালে চিকিৎসা চলছে। সব থেকে বেশি সংক্রমণের খবর এসেছে মহারাষ্ট্র থেকে, আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁই ছুঁই।