নয়াদিল্লি: যে ৮ বিরোধী শিবিরের সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা ক্ষমা চাইলেই সরকার সাসপেনশন প্রত্যাহারের কথা ভেবে দেখবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কৃষি বিল নিয়ে রাজ্যসভায় শাসক শিবিরের সঙ্গে বিবাদ, সংঘাতের আবহে আট বিরোধী সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা উচ্চকক্ষ থেকে ওয়াকআউট করার পর সরকারের এহেন অবস্থান জানিয়েছেন প্রসাদ। মঙ্গলবার প্রথম কংগ্রেস এমপিরা সভা থেকে বেরিয়ে যাওয়ার পর আমআদমি পার্টি (আপ), তৃণমূল ও বাম দলগুলিও তাঁদের সঙ্গে যোগ দেয়। এ ব্যাপারে সংসদের বাইরে প্রসাদ সাংবাদিকদের বলেন, রাজ্যসভায় সাসপেন্ড হওয়া সদস্যরা তাঁদের আচরণের জন্য আগে ক্ষমা চান, তারপরই আমরা সাসপেনশন তোলার কথা বিবেচনা করব।
তিনি আরও বলেন, রাজ্যসভায় বিরোধী সদস্যদের এমন উচ্ছৃঙ্খল আচরণের বিরোধিতা করবে কংগ্রেস, এটাই আমরা আশা করেছিলাম। চিকিত্সা করাতে বিদেশ যাওয়া মা সনিয়া গাঁধীর সঙ্গী হওয়া রাহুল গাঁধীর ট্যুইটের প্রতি সম্ভবত ইঙ্গিত করে তিনি বলেন, এ কী রাজনীতি যে, বিদেশ থেকে একটা ট্যুইট করা হল আর এমপিরা এমন আচরণ করে বসলেন! প্রসাদ দাবি করেন, আমরা কখনও দেখিনি, একজন কংগ্রেসি সাংসদ রাজ্যসভায় টেবিলে উঠে নাচানাচি করছেন, কাগজপত্র ছিঁড়ছেন। গত রবিবার কৃষিবিল পাশ হওয়ার ক্ষেত্রে সরকারের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল বলেও দাবি করেন তিনি।